DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

গ্রাম-গঞ্জ-শহর

সিলেট মহানগর জামায়াতের সেলাইমেশিন বিতরণ

যাকাতভিত্তিক অর্থব্যবস্থার মাধ্যমে দারিদ্র্যমুক্ত সমাজ গঠন জামায়াতের লক্ষ্য --------------------------------মুহাম্মদ ফখরুল ইসলাম

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচন যাকাতভিত্তিক অর্থব্যবস্থার মূল লক্ষ্য। জামায়াত ধনী-গরীবের বৈষম্য দূর করে দারিদ্র্যমুক্ত সমাজ গঠন করতে চায়।

সিলেট ব্যুরো
Printed Edition
fdsfs

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচন যাকাতভিত্তিক অর্থব্যবস্থার মূল লক্ষ্য। জামায়াত ধনী-গরীবের বৈষম্য দূর করে দারিদ্র্যমুক্ত সমাজ গঠন করতে চায়। এজন্য আমরা প্রতি বছর নিজস্ব ব্যবস্থাপনায় যাকাত সংগ্রহ করে তা দিয়ে গঠিত জনকল্যাণ তহবিল থেকে দরিদ্র মানুষের মাঝে সেলাইমেশিন, রিক্সা-ভ্যান গাড়িসহ জীবিকা নির্বাহের বিভিন্ন উপকরণ বিতরণ করে থাকি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

তিনি বলেন, বর্তমান সমাজ ও অর্থ ব্যবস্থায় দারিদ্র্যতা দূর করা বড় চ্যালেঞ্জ। দারিদ্র্যতা দূর করার পূর্বশর্ত হচ্ছে দুর্নীতিমুক্ত সমাজ ও জনকল্যাণমুখী অর্থব্যবস্থা। জামায়াত যে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে তার মূলে রয়েছে জনকল্যাণমুখী যাকাতভিত্তিক অর্থব্যবস্থা।

শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য যাকাত প্রদানের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে কর্মসংস্থান সৃষ্টির বাস্তবসম্মত উদ্যোগ নিতে হবে।

তিনি গত মঙ্গলবার বিকেলে সিলেট মহানগর জামায়াতের জনকল্যাণ তহবিল থেকে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অসহায় দরিদ্র মানুষের মাঝে সেলাইমেশিন বিতরণকালে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত সেলাইমেশিন বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারি এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন। উপস্থিত ছিলেন, জামায়াত নেতা মুফতী আলী হায়দার, মাওলানা আব্দুল মুকিত, মাওলানা মুজিবুর রহমান ও মুহাম্মদ আজিজুল ইসলাম।

অনুষ্ঠানে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ২৪ জন নারী ও পুরুষের মাঝে সেলাইমেশিন তুলে দেয়া হয়।