নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: তারুণ্যের উৎসব-২০২৫ উদ্যাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ আর্থিক সালের আওতায় জেলা ক্রীড়া অফিস টাঙ্গাইল এর ব্যবস্থাপনায় নাগরপুর উপজেলায় অনূর্ধ্ব -১৬ বালকদের ব্যাডমিন্টন ও ভলিবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নাগরপুর উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উপজেলা চত্বরে জেলা ক্রীড়া অফিস এ ফাইনাল খেলার আয়োজন করে। জেলা ক্রীড়া অফিসার মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান।

অগ্নিকা-

মহম্মদপুর (মাগুরা) : গ্রামীণ ব্যাংক মাগুরার মহম্মদপুর শাখা কার্যালয়ে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোর রাতে আনুমানিক সাড়ে ৩টার সময় এই অগ্নিকা-ের ঘটনা ঘটেছে বলে জানা যায়।

সুত্র জানায়, আনুমানিক সাড়ে ৩ ঘটিকায় গ্রামীণ ব্যাংক শাখা কার্যালয়ে আগুনের সুত্রপাত ঘটে। ধোঁয়া দেখে ও পুড়া গন্ধ পেয়ে ব্যাংক কতৃপক্ষ চিৎকার করেন। শাখার ভিতরেও একজন ব্যাংক কর্মকর্তা ঘুমিয়ে ছিলেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। খবর পাওয়া মাত্রই স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

মাদকদ্রব্যসহ আটক ২

কেশবপুর (যশোর) সংবাদদাতা: যশোরের কেশবপুরে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে কারাদ- ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শরীফ নেওয়াজ।

মোটরসাইকেল শোডাউন

সলঙ্গা (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ,তাড়াশ ও সলঙ্গা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী ও ভিপি আয়নুলে হকের নেতৃত্বে নির্বাচনী মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে তার নিজ নির্বাচনে এলকায় হাজারের অধিক মোটরসাইকেল নিয়ে এই শোডাউন অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

সংবাদ সম্মেলন

ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে অতিরিক্ত ব্যয়ে গ্রাহক হয়রানির বিদ্যুতের প্রিপেইড মিটার সংযোগ বন্ধ ও বাতিলের দাবীতে ফুলবাড়ী সম্মিলিত নাগরিক সমাজ এক সংবাদ সম্মেলন করেন। গত বৃহস্পতিবার ফুলবাড়ী সম্মিলিত নাগরিক সমাজের আহব্বায়ক মোঃ হামিদুর রহমানের সভাপতিত্বে অতিরিক্ত ব্যয়ে গ্রাহক হয়রানির বিদ্যুতের প্রিপেইড মিটার সংযোগ বন্ধ ও বাতিলের দাবীতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাল্যবিবাহ প্রতিরোধ সভা

তাড়াশ (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের তাড়াশে বেসরকারী সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভা কক্ষে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাছরিন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গণ উন্নয়ন কেন্দ্রের প্রজেক্ট অফিসার (এফএসটিআইপি) মুশকুর রহমান, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি আধ্যাপক সাব্বির আহম্মেদ, সহ-সভাপতি রফিকুল ইসলাম, নিকাহ রেজিস্টার ও সাংবাদিক সনাতন দাস, মাহবুবুর রহমান, প্রধান শিক্ষক আবু হাসেম, ইউপি সদস্য আব্দুল বারিক, মাগুড়াবিনোদ ইউনিয়ন পিয়ার লিডার আনোয়ার হোসেন সাগর প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে খাদিজা নাছরিন বলেন, নারীর ক্ষমতায়নের পথে বাল্য বিবাহ প্রতিরোধ একটি অন্যতম উপায়। নারীদের উন্নয়নে বাল্য বিয়ে বাধা হয়ে দাঁড়ায়।