গাজীপুর-৫ (কালিগঞ্জ, পুবাইল ও বাড়িয়া) আসনে জোটগত সমীকরণ নিয়ে চলমান আলোচনা ও নানা গুঞ্জনের মধ্যেও মাঠপর্যায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোঃ খাইরুল হাসানের প্রতি নেতাকর্মী ও সাধারণ ভোটারদের আস্থা দৃঢ় রয়েছে। সাম্প্রতিক সময়ে দাঁড়িপাল্লা প্রতীক ও প্রার্থীকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছেন খাইরুল হাসান নিজেই।

নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি স্পষ্ট করে বলেন, 'সাম্প্রতিক সময়ে দাঁড়িপাল্লা এবং আমি থাকছি না-এমন সব অপপ্রচার চলছে। অথচ জোটগত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।' তিনি আরও উল্লেখ করেন, নেতাকর্মীদের প্রাণান্তকর প্রচেষ্টা ও আল্লাহর অশেষ মেহেরবানিতে দাঁড়িপাল্লা প্রতীক ইতোমধ্যেই বিজয়ের প্রতীকে পরিণত হয়েছে, যা মাঠের বাস্তবতায় স্পষ্টভাবে প্রতিফলিত।

খাইরুল হাসান তার পোস্টে নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে মনোবল অটুট রাখার আহ্বান জানিয়ে বলেন, কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাহসিকতার সঙ্গে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তার বক্তব্যে ধর্মীয় অনুপ্রেরণাও উঠে আসে

“نَصۡرٌ مِّنَ اللّٰهِ وَ فَتۡحٌ قَرِیۡبٌ ۙ وَ بَشِّرِ الۡمُؤۡمِنِیۡنَ”—অর্থাৎ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও নিকটবর্তী বিজয়, মুমিনদের জন্য সুসংবাদ।

এর আগে গাজীপুর জেলা জামায়াত কার্যালয়ে মঙ্গলবার সন্ধ্যায় সাধারণ কর্মী-সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আবেগঘন প্রতিক্রিয়া প্রমাণ করে, এই আসনে দাঁড়িপাল্লা প্রতীক ও খাইরুল হাসান কেবল একজন প্রার্থী নন, বরং দীর্ঘদিনের ত্যাগ, রাজপথের সংগ্রাম ও জনগণের সুখ-দুঃখে পাশে থাকার প্রতীক।

স্থানীয়দের ভাষ্যে, মাঠে যাকে সবসময় দেখা গেছে, যিনি দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন, সেই পরিচিত মুখের বাইরে অন্য কোনো সিদ্ধান্ত এলে ভোটারদের মাঝে হতাশা তৈরি হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, খাইরুল হাসানের এই স্পষ্ট ও আশাবাদী বার্তা মাঠপর্যায়ের নেতাকর্মীদের মনোবল আরও চাঙা করবে এবং অপপ্রচারের বিরুদ্ধে একটি শক্ত অবস্থান তৈরি করবে। গাজীপুর-৫ আসনে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না আসলেও বাস্তবতা হলো-দাঁড়িপাল্লা প্রতীক ও খাইরুল হাসানকে ঘিরেই জনমত, আবেগ ও সাংগঠনিক শক্তি সবচেয়ে বেশি সংহত।