গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) ক্যাম্পাসের নির্ধারিত পুকুরে মৎস্য সম্পদের টেকসই উন্নয়ন ও পরিবেশবান্ধব মাছ চাষ সম্প্রসারণের লক্ষ্যে মৎস্য পোনা অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে মৎস্য অধিদপ্তরের আয়োজনে এবং গাকৃবির ফিশারিজ অনুষদের সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিশারিজ অনুষদের ডিন, প্রফেসর ড. মুর্শিদা খান, বিশেষ অতিথি ছিলেন উপ-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ এবং মৎস্য অধিদপ্তরের ঢাকা বিভাগীয় পরিচালক, মোঃ মনিরুল ইসলাম। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ জেলা মৎস্য অফিসের প্রতিনিধিরা।

আলোচনায় বক্তারা দেশের বাড়তি মাছের চাহিদা পূরণে গবেষণাভিত্তিক পরিকল্পনা, দক্ষ জনশক্তি তৈরি এবং বিশ্ববিদ্যালয় ও সরকারি সংস্থার সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। বিভাগীয় পরিচালক বলেন, “গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বিত উদ্যোগ গ্রহণ করলে উৎপাদন বাড়বে, খাদ্যনিরাপত্তা নিশ্চিত হবে।” ভিসি তার বক্তব্যে মৎস্যখাতের টেকসই উন্নয়নে এ উদ্যোগকে যুগান্তকারী উল্লেখ করে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ সুযোগ তৈরিতে মৎস্য অধিদপ্তরের সহযোগিতা কামনা করেন।

সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।