গাইবান্ধা সংবাদদাতা: গাইবান্ধার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সাথে জেলার গণমাধ্যম কর্মীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে জেলা প্রশাসকের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সদ্য যোগদাকৃত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার। আরো উপস্থিত ছিলেন গাইবান্ধা কাঁচারী বাজার প্রেসক্লাবের সভাপতি ও অমিতাভ দাস হিমুন, সহ-সভাপতি জোবায়ের আলী, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ রোকনুজ্জামান, প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি শাহাবুল শাহিন তোতা, বাংলা ভীষনের জেলা প্রতিনিধি ফিরোজ কবির মিলন, আনন্দ টিভির জেলা প্রতিনিধি মিলন খন্দকার, সময় টিভির জেলা প্রতিনিধি বিপ্লব ইসলাম, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি ফারুক হোসেন সহ জেলার অর্ধ-শতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।
সংবাদকর্মীরা তাদের পরিচয় সহ জেলার বিভিন্ন সমস্যা নব নিযুক্ত জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। নবাগত জেলা প্রশাসক বলেন, এর জন্য জেলার গণমাধ্যমকর্মীদের সহযোগিতা প্রয়োজন। তিনি আশা করেন, গণমাধ্যমকর্মীরা তার পাশে থাকবেন। শেষে জেলা প্রশাসক এসব সমস্যা সমাধানের জন্য দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।
ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহে নবাগত জেলা প্রশাসকের সাথে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা পিএএ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়।
জেলা তথ্য অফিসার আব্দুর রউফ এর পরিচালনায় মত বিনিময় সভায় বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, জেলা প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান, আলাউদ্দিন আজাদ, মাহমুদ হাসান টিপু, সাদ্দাম হোসেন প্রমুখ।