নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯ নং ওয়ার্ডে এমপি প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদের গণসংযোগ করেছেন।
গত বুধবার বাদ আসর বাংলাদেশ জামায়াতে ইসলামী বন্দর দক্ষিণ সাংগঠনিক থানার নাসিক ১৯ নং ওয়ার্ডের উদ্যোগে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা করেন জামায়াতে ইসলামী মনোনীত নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি পদপ্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ।
গণসংযোগ বন্দর মদনগঞ্জ বাজার মসজিদের সামনে থেকে শুরু করে কাচা বাজার, বটতলা, বসুন্ধরা, পুলিশ ফারির মোড় হয়ে ফরাজিকান্দা স্টানে শেষ হয়। এসময় এলাকাবাসীর উদ্যেশে মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন দেশে কোরআনের আইন না থাকার কারণে, দেশটি জুলুমের মধ্যে নিমজ্জিত হয়েছে, এই জুলুম থেকে মুক্তির মূল মন্ত্র আল্লাহর আইন সৎ লোকের শাসন। আমরা চাইলেই দেশের সকল মানুষ একত্রিত হয়ে কুরআনের আইন চালু করতে পারবো ইনশাআল্লাহ। এ সময় তিনি আরো বলেন অতীতে আপনারা অনেক কিছু দেখেছেন এবার ভিন্ন কিছু দেখার জন্য প্রস্তুত হন। আল্লাহ তায়ালার রহমতে দেশ ও দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা সম্ভব হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী শুরু থেকে এখন পর্যন্ত দেশ ও দেশের জনগণের কল্যাণে কাজ করে গেছেন, স্বৈরাচারী সরকারের জুলুম নির্যাতনের মধ্যে থেকেও আমাদের এ কাজ অব্যাহত ছিল, এখন আরো ব্যাপকভাবে করার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। তাই আমরা আপনাদের পাশে থেকে আপনাদের খেদমত করার চেষ্টা করছি।
উক্ত গণসংযোগে উপস্থিত ছিলেন বন্দর দক্ষিণ থানা আমীর ফজলুল হাই জাফরী। থানা সেক্রেটারি কাজী রেদোয়ানুল হক মামুন। ওয়ার্ড সভাপতি গোলাম আহাদ, দিলবার হোসাইন, আবুল হোসেন সহ এলাকার শতাধিক জামায়াত নেতৃবৃন্দ।