বগুড়ার ধুনটে আদর্শ ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালে এক রোগীর পেটে স্যার্জিক্যাল গজ রেখে সেলাইয়ের ঘটনার ১ বছরের মাথায় ফের ভুল চিকিৎসায় আকলিমা খাতুন (২০) নামের আরেক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। বিষয়টি ধামাচাপা দিতে রোগীর পরিবারকে হাসপাতাল কর্তৃপক্ষ ২ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়েছে বলে জানা গেছে। মৃত আকলিমা খাতুন উপজেলার গোসাইবাড়ি গ্রামের মাষ্টারপাড়া এলাকার আলম হোসেনের মেয়ে ও একই গ্রামের শামীম হোসেনের স্ত্রী।

এধরনের ঘটনা ছাড়াও পুর্বের আরো কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে ওই হাসপাতালে। গত ২০২৪ সালের ১৯ জুলাই মহনা খাতুন (২৪) নামে এক প্রসূতির সিজারের সময় পেটের ভেতর সার্জিক্যাল গজ রেখে সেলাই করে দিয়েছিলেন এক চিকিৎসক। ওই ঘটনাটিও তারা টাকার বিনিময়ে ধামাচাপা দিয়েছিলেন। গত ৬ এপ্রিল অসুস্থ স্ত্রীর চিকিৎসা সেবা নিতে এসে আব্দুর রাকিব সনেট নামের এক রোগী দম্পত্তি হাসপাতালের পরিচালক আব্দুল মোমিনের হাতে শিশু সন্তান সহ মারধরের শিকার হন। এঘটনায় ভুক্তভোগী লিখিত অভিযোগ করেও প্রতিকার পাননি। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর ঘটনা সহ ওই হাসপাতালে নানা অব্যবস্থাপনার অভিযোগ থাকলেও স্থানীয় স্বাস্থ্য বিভাগ উদাসীন থাকায় সচেতন মহলে ও ভুক্তভোগীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।