বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক (ইডি) শফিকুল ইসলামকে জোরপূর্বক দপ্তর ছাড়তে বাধ্য করার ঘটনায় আরো দুই প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলম খানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। সাময়িক বরখাস্ত হওয়া প্রকৌশলীরা হলেন- নির্বাহী প্রকৌশলী সেলিম রেজা ও সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ। এদিকে, কৃষি মন্ত্রণালয় বিএমডিএ চেয়ারম্যান ড. এম আসাদউজ-জামানের কাছে ঘটনার ব্যাখ্যা চেয়েছে। গত ২৩ মার্চের ঘটনার দু’দিন পর অতিরিক্ত সচিব শফিকুল ইসলাম রাজশাহীর রাজপাড়া থানায় একটি মামলা করেন। এতে বরখাস্ত হওয়া দুই প্রকৌশলীর পাশাপাশি আরও কয়েকজনকে আসামী করা হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে কৃষি মন্ত্রণালয় বৃহস্পতিবার একটি তদন্ত কমিটি গঠন করেছে। অতিরিক্ত সচিব আহমেদ ফয়সল ইমামের নেতৃত্বে গঠিত কমিটিতে সদস্য সচিব হিসেবে আছেন উপসচিব মো. মনিরুজ্জামান।
গ্রাম-গঞ্জ-শহর
বিএমডিএ’র আরো দুই প্রকৌশলী বরখাস্ত
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক (ইডি) শফিকুল ইসলামকে জোরপূর্বক দপ্তর ছাড়তে বাধ্য করার ঘটনায় আরো দুই প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।