নেত্রকোনা সংবাদদাতা: নেত্রকোনার সুসং দুর্গাপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যৃন্তরে ২১ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদের মধ্যে ১৯ জন তৃতীয় লিঙ্গের ও দুই জন পুরুষ রয়েছেন। গতকাল বৃহস্প্রতিবার ভোর পাঁচটার দিকে উপজেলার বিজয়পুর সীমান্ত দিয়ে আড়াপাড়া এলাকা দিয়ে বিওপির ১১৪৮/ ৪ এস পিলার থেকে অন্তত ১শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে তাদের পুশইন করার পর বিজিবি সদস্যরা তাদের আটক করে। পুশইন কারীদের বাড়ি চট্রগ্রাম, ঢাকা, পটুয়াখালী, রাজবাড়ি, জামালপুর, মৌলভীবাজার, ব্রাক্ষণবাড়িয়া ও টাঙ্গাইল জেলায় অবস্থিত। পুশইনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, নেত্রকোনা ৩১ বিজিবির বিজয়পুর ক্যাম্প কমান্ডার শহীদুল ইসলাম।

তিনি জানান, হাবিলদার আব্দুল করিমের নেতৃত্বে সীমান্তে টহলরত একটি টিম বৃহস্প্রতিবার ভোরে বিজয়পুর আড়াপাড়া এলাকা থেকে বিএসএফ কর্তৃক পুশইন করা ২১ জনকে আটক করে। জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তারা কাজের সন্ধানে বিভিন্ন সময়েদিল্লীতে পাড়ি জমান। তাদের ভারতীয় বাহিনী বিভিন্ন এলাকা থেকে আটক করে বুধবার (৯ জুলাই) নাজিরাবাদ বিমান বন্দর দিয়ে আসাম হয়ে বৃহস্পতিবার ভোরে বিএসএফ নেত্রকোনার সীমান্তের অভ্যন্তরে ঢুকে পুশইন করে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়। দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, আইনি প্রক্রিয়া শেষে আটককারীদের নেত্রকোনার সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে।