ফেনী সংবাদদাতা : ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভুঞা ইউনিয়নের মমারিজপুর উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসব শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

চার পর্বের আয়োজনে সকালে বিদ্যালয়ের সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর পুলিশ সুপার মো: হাবিবুর রহমান।

সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব মতিউর রহমান চৌধুরী পলাশ ও সাংস্কৃতিক সংগঠক সৈয়দ আশরাফুল হক আরমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম, ফেনী জেলা জামায়াতের আমীর মাওলানা মুফতি আবদুল হান্নান, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতের কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য ডা: ফখরুদ্দিন মানিক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক মো: আকবর হোসেন, দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ ওয়াহিদ পারভেজ, এনসিপির কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম সৈকত, কানাডা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হুমায়ুন পাটোয়ারী, দাগনভূঞা উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুল উদ্দিন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম।

সম্প্রতি প্রাক্তন ও বর্তমান শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির সাবেক ট্রেজারার প্রফেসর তায়বুল হক। বিশেষ অতিথি ছিলেন ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব ড. তবারক উল্লাহ চৌধুরী বায়েজিদ। এছাড়া বিকালে প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, “আমাদের শুধু অবকাঠামো হলে হবে না, আমাদের মানুষ তৈরি করতে হবে। আগে সামাজিক একটা লক্ষ ছিল যে মানুষ হওয়া। শিক্ষকরা বলতো যে তুমি মানুষ হও। এখন আমাদের উদ্দেশ্যটা কেন জানি অন্যদিকে শিপট হয়ে গেছে। এখন উদ্দেশ্য হলো যেভাবেই হোক আর্থিকভাবে সমাজে প্রতিষ্ঠান লাভ করলে মনে হয় যেন জীবনে বড় হওয়া যায়। এটা করলে জীবনে বড় হওয়া যায় না। আমাদের আবার মূল যায়গায় যেতে হবে। আমাদের মানুষ হতে হবে। প্রকৃত মানুষ যদি আমরা না তৈরি করতে পারি ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে, আমাদের ফেনী ক্ষতিগ্রস্ত হবে,ফেনী ক্ষতি হওয়া মানে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, আমরা শিক্ষিত হই, বড় বড় কর্মকর্তা হই। কিন্তু আমাদের নীতি নৈতিকতার ঘাটতি আছে। প্রথমত আমাদের নীতি-নৈতিকতা শিখা দরকার।