চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের জামায়াত ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী নুরুল ইসলাম বুলবুল বলেছেন, সত্য ও সুন্দরের পক্ষে, ইসলাম, ন্যায় ও ইনসাফের পক্ষে একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার পক্ষে এবার দাঁড়িপাল্লায় ভোট দেয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। গোটা বাংলাদেশের মানুষ পরিবর্তন চাই। তারা এবার দাঁড়িপাল্লায় ভোট দিতে চাই। সারা দেশের মানুষ পরিবর্তন চাই, নৌকা, ধানের শীষ ও লাঙ্গল দেখেছে তারা। এইবার জনগণ দেখতে চাই দাঁড়িপাল্লা, স্বপ্ন দেখেছে বার বার দাঁড়িপ্লালা এইবার।
গত শুক্রবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নং ওয়ার্ড শাখা আয়োজিত নির্বাচনী সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জের নারী সমাজ সবসময় ইসলামের পক্ষে, সত্য এবং সুন্দরের পক্ষে। সবসময় তারা জামায়াতে ইসলামীর পক্ষে অবস্থান গ্রহণ করেছে। চাঁপাইনবাবগঞ্জের পরিবর্তন চাই, ২ ভাই একই পরিবারের হয়ে এ আসনে ৩০ বছর পর্যায়ক্রমে দায়িত্ব পালন করেছেন। তার মানুষের সাথে কি রকম আচরণ করেছেন, তারা কতটুকু দায়িত্ব পালন ও কতটুকু মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন আপনারা তাদের সম্বন্ধে সবই জানেন। কিন্তু চাঁপাইনবাবগঞ্জের মানুষ এইবারে ২ভায়ের হাত থেকে রক্ষা পেতে চাই। চাঁপাইনবাবগঞ্জের মানুষ এবার পরিবর্তন চাই, দাঁড়িপাল্লার পক্ষে ভোট বিপ্লব সাধন করতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে। তিনি আরো বলেন, মা-বোনেরা বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি আগামী দিনে সরকার গঠন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন যদি সেই ধরনের তৌফিক দান করেন, তাহলে নারী নির্যাতন বন্ধ করা হবে। নারীদের অধিকার প্রতিষ্ঠিত করা হবে। নারীদের মর্যাদা সমুন্নত করা হবে, নারীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা হবে। নুরুল ইসলাম বুলবুল বলেন, নির্বাচিত হয়ে হয়ে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি, তাহলে যারা চাকুরি করেন, কর্মসংস্থানের জন্য যারা চাকুরি বা ব্যবসা করতে চান, যারা উদ্যোক্তা তাদের জন্য উপযুক্ত কর্ম পরিবেশ নিশ্চিত করবো ইনশাাল্লাহ। যারা চাকুরি করতে চান অথবা ছোট ছোট উদ্যোক্তা হয়ে যারা পরিবারের হাল ধরতে চান, যারা পরিবারের বোঝা হয়ে থাকতে চান না, তাদের বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা হবে। তিনি আরো বলেন, গোটা বাংলাদেশ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। আমরা যদি বিজয়ী হয়ে আসতে পারি, আমরা দুর্নীতি করবো না এবং দুর্নীতি করতে দেব না ইনশাআল্লাহ। সন্ত্রাস করবো না, সন্ত্রাস করতে দেব না। চাঁদাবাজি, লুটপাট করবো না, করতে দেব না। আপনাদের সাথে নিয়ে আগামী দিনের চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলবো। আসুন এখান থেকে দাঁড়িপ্লালার যাত্রা শুরু হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক এমপি মোহাঃ লতিফুর রহমান, জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার আমীর হাফেজ গোলাম রাব্বানী।