বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের যশোর সফর উপলক্ষে আয়োজিত নির্বাচনী জনসভাকে সফল করতে সংবাদ সম্মেলন করেছে যশোর জেলা জামায়াতে ইসলামী।
রোববার (২৫ জানুয়ারি) বেলা ১২টায় প্রেসক্লাব যশোরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল। এ সময় তিনি আসন্ন জনসভার প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক কর্মপরিকল্পনা সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত অবহিত করেন।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াত জানায়, আগামী মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ৮টায় যশোর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জনসভাকে কেন্দ্র করে ইতোমধ্যে জেলার আটটি উপজেলায় ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে। পাশাপাশি যশোর জেলার ছয়টি সংসদীয় আসনে ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থীরাও জনসভায় উপস্থিত থেকে বক্তব্য রাখবেন।
জেলা আমির অধ্যাপক গোলাম রসুল বলেন, আমিরে জামায়াতের এই সফরকে ঘিরে যশোরের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আমরা আশা করছি, এই জনসভা যশোরের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক অধ্যায়ে পরিণত হবে। তিনি আরও বলেন, জনসভাটি শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
সাংবাদিকদের নির্বাচনী প্রচার প্রচারনায় কোন বাধাগ্রস্ত হচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে অধ্যাপক গোলাম রসুল অভিযোগ করে বলেন, নির্বাচনী প্রচারণা চলাকালে বিভিন্ন এলাকায় জামায়াতের ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলার ঘটনা ঘটছে। শহর ও শহরতলীর বিভিন্ন স্থানে এ ধরনের অপ্রীতিকর ঘটনার বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, প্রশাসন এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
সংবাদ সম্মেলনে যশোর-৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ভিপি আব্দুল কাদের বলেন, যশোরে বর্তমানে কিছু সন্ত্রাসী অবৈধ অস্ত্র নিয়ে প্রকাশ্যে চলাফেরা করছে। তারা আগে ফ্যাসিবাদ আওয়ামী লীগ রাজনৈতিক দলের সংঘবদ্ধ সন্ত্রাসী হিসেবে কাজ করত, এখন অন্য একটি রাজনৈতিক সংগঠনের ছত্রছায়ায় থেকে একই ধরনের কার্যক্রম চালাচ্ছে।
তিনি অভিযোগ করেন, এসব সন্ত্রাসী জামায়াতের নেতাকর্মীদের হুমকি-ধামকি দিচ্ছে এবং নির্বাচনী পরিবেশকে বিঘ্নিত করার চেষ্টা করছে। এ বিষয়ে জেলা প্রশাসককে লিখিতভাবে অবহিত করা হয়েছে উল্লেখ করে ভিপি আব্দুল কাদের বলেন, এখনই কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে এর প্রভাব নির্বাচনের মাঠে পড়বে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম, জেলা দপ্তর সম্পাদক নূর-ই আলী নুর আল মামুন, জেলা প্রচার সেক্রেটারি শাহাবুদ্দীন বিশ্বাস, কর্মপরিষদের সদস্য আবুল হাশেম রেজা, যশোর শহর ভারপ্রাপ্ত আমির ইসমাইল হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ডা. শফিকুর রহমানের এই জনসভা যশোরের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং জনগণের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।