গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা : জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর - দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মমতাজ উদ্দিন বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে জামায়াতের দায়িত্বশীলদের ব্যাপক ভূমিকা পালন করতে হবে। জামায়াত মনোনীত প্রার্থীদের বিজয়ী করার জন্য নিজ নিজ অবস্থান থেকে নিরলসভাবে কাজ করতে হবে। বৃহস্পতিবার বিকেলে মডেল মসজিদের হলরুমে গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াত আয়োজিত এক দায়িত্বশীল সমাবেশে তিনি একথা বলেন। উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল হোসাইনের সভাপতিত্বে উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জামায়াতের আমীর আব্দুল করিম, গোবিন্দগঞ্জ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডাঃ আব্দুর রহিম সরকার, গাইবান্ধা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুন নবী প্রধান, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জহুরুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম রাজু, মশিউর রহমান প্রমুখ।
মমতাজ উদ্দিন বলেন, রক্তের স্রোতের উপর দিয়ে অর্জিত ২৪ এর বিজয় কোন ভাবেই নস্যাত করতে দেয়া যাবে না। ২৪ এর স্পিরিট কে সামনে রেখেই দেশ বিনির্মাণে এগিয়ে যেতে হবে। জুলুম, শোষন নির্যাতনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ফ্যাসিস্ট শক্তিকে আর কখনোই ফিরে আসার সুযোগ দেয়া যাবে না। খুনি শক্তি যাতে কোন ষড়যন্ত্র করতে না পারে সে দিকে জামায়াতের দায়িত্বশীলদের সজাগ থাকতে হবে।
তিনি আরো বলেন, আগামী নির্বাচনে ইসলামী শক্তিকে বিজয়ী করতে হবে। এজন্য প্রত্যেকটি পর্যায়ে জামায়াতের দায়িত্বশীলদের নিবিড়ভাবে কাজ করতে হবে। উল্লেখ্য উক্ত সমাবেশে গোবিন্দগঞ্জের জামায়াতের সকল পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ অংশগ্রহণ করেন।