বিশিষ্ট শিক্ষাবিদ, হযরত আয়েশা (রা:) একাডেমির সাবেক প্রধান শিক্ষিকা ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতে ইউনিট সদস্যা, দ্বীনের একনিষ্ঠ খাদেমা মিসেস শামসুন্নাহার মুনিরের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

গতকাল শনিবার এক যৌথ শোকবাণীতে মহানগরী নেতৃদ্বয় বলেন, মরহুমা শামসুন্নাহার মুনির ছিলেন অত্যন্ত বিনয়ী, স্বল্পভাষী, ভারসাম্যপূর্ণ ও আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী। তিনি একজন শিক্ষাবিদ ও সংগঠক হিসেবে হাজারো সুনাগরিক গড়ে তোলার ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন। মরহুমা ব্যক্তিগত জীবনে নিঃসন্তান হলেও পেশাগত জীবনে মানুষ গড়ার কারিগর হিসেবে কাজ করে গেছেন আজীবন। সর্বোপরি তিনি ছিলেন ইসলামী নারী আন্দোলনের অগ্রসৈনিক। তিনি দেশকে কুরআন-সুন্নাহর আলোকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখতেন এবং সে লক্ষ্যে জীবনের শেষদিন পর্যন্ত অবিচল ছিলেন। তার মৃত্যুতে আমরা একজন নিবেদিতপ্রাণ দায়িত্বশীলাকে হারিয়েছি।

নেতৃদ্বয় মরহুমার রূহের মাগফিরাত কামনা করে তাকে জান্নাতের সু-উচ্চ মাকাম দানের জন্য মহান আল্লাহ তা’য়ালার দরবারে দোয়া করেন। তারা তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং সবরে জামিল ধারণের তাওফিক কামনা করেন।