গত ৭ নভেম্বর কুমিল্লার কান্দিরপাড়স্থ গ্র্যান্ড দেশপ্রিয় হোটেলে বাংলাদেশ অবসরপ্রাপ্ত বিদ্যুৎ কর্মজীবী কল্যাণ সমিতি (বাঅবিককস) কুমিল্লা শাখার এক মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বাঅবিককস-এর কুমিল্লা শাখার উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী সেখ মো. আলাউদ্দীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কুমিল্লা অঞ্চলের প্রধান প্রকৌশলী মো. তোফাজ্জল হোসেন প্রামাণিক, বাঅবিককস-এর কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী আহসান উল্লাহ, প্রকৌশলী মো. আইনুল হক, মহাসচিব প্রকৌশলী খান মনজুর মোরসেদ। বাঅবিককস-এর কুমিল্লা শাখার সভাপতি প্রকৌশলী মো. শাহাবুদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ সভায় সঞ্চালনা করেন বাঅবিককস-এর কুমিল্লা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মোখলেছুর রহমান। সভায় বক্তাগণ বিদ্যুৎ সেক্টরের সংস্থাসমূহের অবসরপ্রাপ্ত ও কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সমস্যা এবং এর থেকে উত্তরণের উপায় সম্পর্কে বিশদ আলোচনা করেন। পাশাপাশি এ দেশের বিদ্যুৎ খাতকে আরো উন্নত ও টেকসই করে গড়ে তুলতে করণীয় সম্পর্কেও আলোকপাত করেন। প্রেস বিজ্ঞপ্তি
গ্রাম-গঞ্জ-শহর
অবসরপ্রাপ্ত বিদ্যুৎ কর্মজীবী কল্যাণ সমিতি কুমিল্লা শাখার মতবিনিময় সভা
গত ৭ নভেম্বর কুমিল্লার কান্দিরপাড়স্থ গ্র্যান্ড দেশপ্রিয় হোটেলে বাংলাদেশ অবসরপ্রাপ্ত বিদ্যুৎ কর্মজীবী কল্যাণ সমিতি (বাঅবিককস) কুমিল্লা শাখার
Printed Edition