জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া, না-নেওয়ার ইস্যুকে উভয় সংকট হিসেবে দেখছে জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। নির্বাচনে অংশ নেওয়ার বিপক্ষ মতের পাল্লা ভারি হলেও ১৬ ডিসেম্বর থেকে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করতে যাচ্ছে দলটি।

ঘোষিত সময়সূচি অনুযায়ী ১৬ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম ক্রয় এবং জমাদান করা যাবে। আর ২২ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে বলে জানিয়েছেন দপ্তর সম্পাদক মাহমুদ আলম। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া জোটগত নির্বাচন প্রসঙ্গে বলেছেন, বাস্তবায়ন না হওয়ার পর্যন্ত কোন বিষয়ে বলা কঠিন। জোট হতেও পারে, আবার নাও পারে।

দলীয় সূত্র জানিয়েছে, আগামী ১৭ ডিসেম্বর কেন্দ্রীয় কমিটির জরুরি সভা আহ্বান করা হয়েছে। ওই সভায় জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিতে পারেন জিএম কাদের।

জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মাহমুদ আলম জানান , সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরির কাজও চলমান রয়েছে। তবে নির্বাচনে যাওয়া, না যাওয়ার বিষয়টি এখনও চূড়ান্ত নয়। অন্তবর্তীকালীন সরকার আইনশৃঙ্খলার উন্নতি করতে পারবে বলেও আমরা বিশ্বাস করতে পারছি না। সার্বিক পরিস্থিতি নিয়ে পার্টির জরুরি সভা ডাকা হয়েছে। তাদের মতামতের উপর নির্ভর করছে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি।