DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

গ্রাম-গঞ্জ-শহর

সিলেটের কানাইঘাটের নিহত যুবকের লাশ এখনও ফেরত দেয়নি বিএসএফ

সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলার বাসিন্দা খাসিয়াদের আঘাতে মৃত্যু হওয়া সেই যুবকের লাশ এখনও ফেরত দেয়নি বিএসএফ। তবে তার লাশ ফেরত দেওয়া প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।

সিলেট ব্যুরো
Printed Edition
Default Image - DS

সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলার বাসিন্দা খাসিয়াদের আঘাতে মৃত্যু হওয়া সেই যুবকের লাশ এখনও ফেরত দেয়নি বিএসএফ। তবে তার লাশ ফেরত দেওয়া প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।

এরআগে গত শুক্রবার কানাইঘাট সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে যায় নিহত শাহেদ মিয়া। এক পর্যায়ে খাসিয়াদের সাথে দ্বন্দ্বে লিপ্ত হলে তাকে হত্যা করা হয়। নিহত শাহেদ সিলেটের কানাইঘাট উপজেলার মঙ্গলপুর গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে। এ ব্যাপারে কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল বলেন, লাশ এখনও ফেরত পাওয়া যায়নি। তবে দুই দেশের সংশ্লিষ্টদের মধ্যে লাশ ফেরতের বিষয়ে প্রক্রিয়া চলছে। এর আগে বিজিবি জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে কানাইঘাট সীমান্ত দিয়ে শাহেদ মিয়া ভারতে প্রবেশ করেন। এক পর্যায়ে সেখানের স্থানীয় চোরাকারবারি খাসিয়াদের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হন শাহেদ। এসময় খাসিয়াদের আঘাতে তার মৃত্যু হয়। বিষয়টি পরে বিজিবি অবগত করে বিএসএফকে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক গতকাল শনিবার জানান, মৃতদেহ দেশে আনতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া এ ঘটনায় বিএসএফ কর্তৃক সংশ্লিষ্ট ভারতীয় খাসিয়া নাগরিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

সিলেটে বাস-সিএনজির সংঘর্ষে ২ জন নিহত

সিলেটে বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন নারীসহ আরো ৪ জন।

গত শুক্রবার রাত আনুমানিক রাত ১০টায় সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার বলাউড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, জালালাবাদ থানার বলাউড়া বাজারের কসরপুর গ্রামের মৃত জমির আলীর ছেলে রুবেল আহমদ (১৮) এবং একই গ্রামের আব্দুল বারির ছেলে সালেক (২০)। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

জানা যায়, রাত ১০ টার দিকে বলাউড়ায় মামুন পরিবাহনের যাত্রবাহী একটি বাসের (ঢাকা মেট্রো ন ১২-১৯৫১) সাথে একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। সংঘর্ষে সিএনজি অটোরিকশার ৬ যাত্রী আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রুবেল ও সালেককে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে বাকি ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন।

বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার ওসি মো. হারুনুর রশিদ জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। রাত সাড়ে ১২টায় জালালাবাদ থানার এসআই জয়ন্ত কুমার দে জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে ৪ জন ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন। এরমধ্যে অটোরিকশা চালকের অবস্থা গুরুতর।