গাজীপুরের শ্রীপুর পৌরসভার লোহাগাছ এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আহত কিশোর মো. জয় (১৫) এর মৃত্যু এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। সম্প্রতি পৌরসভার ৩নং ওয়ার্ডের সামু সরকার মার্কেট সংলগ্ন এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় জয়কে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ, জয়নাল আবেদীন মন্ডল বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে যায়। জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের আবেদনের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং এলাকা নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার সীমান্তবর্তী ছয়ঘড়িয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রিয়াদ (১৩) নামের এক ষষ্ঠ শ্রেণীর ছাত্র শিশুকে ধারালো হাসুয়া দিয়ে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। সে সীমান্তবর্তী ছয়ঘড়িয়া গ্রামের জিয়ারুল ছেলে ও দর্শনা মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। সোমবার সম্প্রতি উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের রাস্তার মোড় নামক স্থানে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শহিদ তিতুমীর ও চুয়াডাঙ্গা পুলিশ সুপার গোলাম মাওলা পরিদর্শন করে। এ ঘটনার সাথে জড়িত সুখিনা (৫০) ও সুমাইয়া নামের দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত সুখিনা ছয়ঘড়িয়া গ্রামের বাইতুল্লার স্ত্রী ও সুমাইয়া হযরত আলীর স্ত্রী ।
নেত্রকোনা : নেত্রকোনার মদনে পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলায় রতন ফকির (৪৫) নামে এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
পরে তাকে মদন থানায় হস্তান্তর করা হয়েছে। ময়মনসিংহ র্যাব ১৪, সিপিসি -২ কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।এরআগে রোববার বিকালে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা থেকে রতন ফকিরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রতন ফকির জেলার মদন উপজেলার মাহড়া গ্রামের ফকির বাড়ির মৃত মিজাজ আলীর ছেলে। আর হত্যার শিকার মাজহারুল ইসলাম মাজু (৩৪) জেলার মদন উপজেলার মাহড়া গ্রামের বাসিন্দা।
লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে ২ টি পৃথক স্থানে এক কিশোরীকে ও এক নারীকে ধর্ষণের চেষ্টার অভিযুক্ত ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ মে) রাতে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের সোনাপুর ও ভবানীগঞ্জ ইউনিয়নের চরউভুতি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়
গ্রেপ্তারকৃতরা হলে- কমলনগর উপজেলার দক্ষিণ চরমার্টিন এলাকার আবদুল মালেকের ছেলে রুবেল (১৯) ও সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের সোনাপুর এলাকার ফজল শেখের ছেলে আবু ছিদ্দিক (৫৫)।
কিশোরী ধর্ষণের ঘটনায় ভিকটিমের মা আয়েশা বেগম ও ধর্ষণের চেষ্টার ঘটনায় ভিকটিম (লিপি আক্তার) নিজেই বাদী হয়ে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে লক্ষ্মীপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্তদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের করেন।
গৌরনদী (বরিশাল) বরিশাল জেলার গৌরনদী উপজেলার চর শরিলকল গ্রামের মৃত্যু আব্দুর রশিদ হাওলাদারের ওয়ারিশদের এন আই ডি কার্ড জাল করিয়া জমি বিক্রয় করার সময় প্রতারকদের হাতে নাতে ধরে পুলিশে দেওয়া হয়।এব্যাপারে প্রতারকদের নামে আদালতে মামলা করা হয়েছে।
মেহেরপুর : মেহেরপুরে জামাইয়ের ছুরি আঘাতে শশুর খুন হয়েছে। এলাকা সূত্রে জানা যায় মেহেরপুরের গাংনী উপজেলায় শোলমারী ইউনিয়নে জামাইয়ের হাতে ইলিয়াস হােসেন (৫০) নামের এক চাচা শ্বশুর নিহত হয়েছেন। নিহত ইলিয়াস জেলার গাংনী উপজেলার গাঁড়াবাড়ীয়া গ্রামের মৃত নেককার আলীর ছেলে। এবং ঘাতক সবুজ একই উপজেলার ষোলটাকা গ্রামের সাবেক ইউপি সদস্য ময়নাল হকের ছেলে।
লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রায়পুর পরকিয়া প্রেম করায় রহিমা বেগম (৩০) নামে এক গৃহবধূর শরীরে পেট্টোল ঢেলে আগুন লাগিয়ে দেয় তার স্বামী নুরুল আলম (৪৫)। এসময় নিজের শরীরেও আগুন দেয় তিনি। সম্প্রতি দুপুরে উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নের চরপক্ষী গ্রামে এ ঘটনা ঘটে।
এদিকে স্থানীয়রা দগ্ধ অবস্থায় রহিমা ও আলমকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। সদর হাসপাতালে তাদেরকে ভর্তি রেখে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আরমান হোসেন তাদেরকে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে রেফার করেছেন। রহিমার শরীরের প্রায় ৫০ শতাংশ ও আলমের পা-হাত-বুকসহ শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে।
দগ্ধ রহিমা উত্তর চরআবাবিল ইউনিয়নের গাইয়ারচর এলাকার আব্দুল হামিদের মেয়ে ও আলম একই ইউনিয়নের চরপক্ষী গ্রামে আব্দুর মান্নানের ছেলে। আলম পেশায় ব্যবসায়ী।
নরসিংদী : নরসিংদীতে দেশ টেলিভিশনের সাংবাদিক আকরাম হোসেন ও তার পরিবারের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। সম্প্রতি শহরের বাসাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশের্^ হাসান সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
হামলায় অল্পের জন্য সপরিবারে প্রাণে রক্ষা পান সাংবাদিক আকরাম হোসেন ও তার পরিবার। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। আকরাম হোসেন দেশ টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি ও নরসিংদী প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। এরইমধ্যে এ ঘটনায় নিন্দা জানিয়েছে নরসিংদী প্রেসক্লাব, নরসিংদী সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন। তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
শ্রীপুর (গাজীপুর) : গাজীপুরে মেলায় কিশোরীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শাকিব (১৬) নামের এক শিক্ষার্থীর ওপর হামলা করেছে সংঘবদ্ধ বখাটেরা। সম্প্রতি জয়দেবপুর থানার শিরিরচালা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত শিক্ষার্থী শাকিবের মা সেলিনা বাদী হয়ে ওই রাতেই জয়দেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন- মো. রনি (১৯), পিতা- মো. সালাম, মো.স্বাধীন (১৭), পিতা- মৃত সুজন, মো. মাসুদ (১৯), মো. তরিকুল (১৯), পিতা- মোঃ লোকমানসহ অজ্ঞাতনামা আর ২০/২৫ জন।
সোনারগাঁও : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলীসহ আলী আকবর খাঁন (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সম্প্রতি উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ারচর সংলগ্ন মেঘনা টোলপ্লাজার সামনে থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার (ওসি তদন্ত) মো.রাশেদুল হাসান খাঁন। আটককৃত যুবলীগ নেতা আলী আকবর খাঁন মুন্সিগঞ্জের জেলার গজারিয়া থানার মাথাভাঙ্গা গ্রামের সাবেক চেয়ারম্যান আ: সাত্তারের ছেলে। সুত্র জানায়, সে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র হত্যার আসামী ও বালু সন্ত্রাসী।
ধুনট (বগুড়া) : সম্প্রতি বগুড়ার ধুনট উপজেলা কৃষকদলের সভাপতি শামীম আহমেদ সহ তার ৪ সহযোগীর বিরুদ্ধে চাঁদবাজি ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের হয়েছে। উপজেলার বিলকাজুলী গ্রামের শ্রী সুবাস সরকারের স্ত্রী শ্রীমতি আলো সরকার বাদি হয়ে ধুনট থানায় এ মামলা করে। শনিবার বিকালে ওসি সাইদুল আলম মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
মৌলভীবাজার : রাজনগর উপজেলার উত্তরভাগ চা বাগানে তৃতীয় শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত চা বাগানের মান্না পাশীকে (২০) দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও চা শ্রমিকেরা। বৃহস্পতিবার উত্তরবাঘ চা বাগানের মন্ডবে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন বাগানের ইউপি সদস্য সুভাস পাশি, পঞ্চায়েত সভাপতি দুলাল বাগতি, সম্পাদক দিপক কৈরী, চাবাগান প্রাথমিক বিদ্যালযের শিক্ষক চন্দ্রজিত পাশী, বাগানের মুরব্বি মো. আব্দুর রশিদ প্রমুখ।
কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদি গ্রামে সম্প্রতি বোন জামাইয়ের শাবলের আঘাতে নিহত হয়েছে রাকিব (১৪) নামে এক কন্টেন্ট ক্রিয়েটর। তিনি উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদি নয়াহাটি এলাকার শামসু মিয়ার ছেলে।
এছাড়া গুরুতর আহত অবস্থায় নিহত রাকিবের বড় ভাই জিসান (১৮) বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মাগুরা : মাগুরায় জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সভায় জেলায় গত বৈষম্য বিরোধী আন্দোলনে স্বৈরাচারের ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধার, হত্যা মামলার আসামী গ্রেফতারের প্রতি দৃষ্টি আকর্ষন করে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর বিস্তারিত আলোচনা করা হয় ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মিনা মাহমুদা( বিপিএম)অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল, জেলা বিএনপির, আহবায়ক আলী আহম্মদ, সদস্য সচিব মনোয়ার হোসেন খান, জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক এমবি বাকের, ইসলামী আন্দোলন মাগুরা জেলা শাখার সভাপতি মোস্তফা কামাল, সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী শামছুজ্জামান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ: সুশান্ত কুমার বিশ্বাস, আনসার ভিডিপি’র জেলা কমান্ডেন্ট মোঃ মাহবুবুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের শিক্ষা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আলমগীর কবীর, জেল সুপার মোঃ মহিউদ্দিন হায়দারসহ জেলার চার উপজেলার নির্বাহী কর্মকর্তাণ। সভায় মাদকের ছোবল থেকে মাগুরার যুব সমাজকে রক্ষা,চোরাচালান রোধ, আত্মহত্যা, জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি,বাল্য বিয়ে রোধ,যৌন হয়রানী,নারী ও শিশু নির্যাতনের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।