পাবনা সংবাদদাতা : পাবনার ঈশ্বরদীতে অধ্যাপক আবু তালেব মন্ডল সমর্থক ফোরামের উদ্যোগে দেশের শীর্ষস্থানীয় চিকিৎসকদের সেবা প্রদানের মাধ্যমে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি পাবনা জেলা জামায়াতের আমীর ও ত্রয়োদশ জাতীয় নির্বাচনে

পাবনা-৪ (ঈশ্বরদী -আটঘরিয়া) আসনে জামায়াত মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডলের আয়োজনে ও আবু তালেব মন্ডল সমর্থক ফোরামের ব্যবস্থাপনায় দেশ বরেন্য দুই ডজন চিকিৎসকদের অংশ গ্রহনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

অধ্যাপক আবু তালেব মন্ডল এর সভাপতিত্বে গতকাল শুক্রবার সকালে ইশ্রদী শহরের আলহাজ্ব টেক্সটাইল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্প উদ্বোধন করেন পাবনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

পাবনা জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি এস এম সোহেলের পরিচালনায় মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার সহকারী সিভিল সার্জন ডা: খাইরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) পনব কুমার,আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম, জামায়াতে ইসলামী ঈশ্বরদী উপজেলা শাখার আমীর ডক্টর অধ্যাপক নুরুজ্জামান প্রামাণিক। এ ছাড়া বক্তব্য রাখেন মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা: মো: নুরে আলম সিদ্দিকী ও গাইনি এন্ড অবস ইনফাটিলিটি বিশেষজ্ঞ সার্জন ও ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা: ফাতেমা সিদ্দিকা।

সেবাদানকারী চিকিৎসকদের মধ্যে ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যাপক এবং বিভাগীয় প্রধান প্রফেসর ডা: মো: বাহারুল ইসলাম, গাইনি এন্ড অবস ইনফাটিলিটি বিশেষজ্ঞ সার্জন ও ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা: ফাতেমা সিদ্দিকা, মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা: মো: নুরে আলম সিদ্দিকী, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডা: মোহাম্মদ আফসার সিদ্দিকী, নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা: নজরুল ইসলামসহ দেশ বরেণ্য প্রায় দুই ডজন চিকিৎসক সেবা দেন।

সরেজমিন ঘুরে দেখা যায় ঈশ্বরদী ও আশপাশ এলাকার বিভিন্ন ধরনের প্রায় ৫ হাজার রোগি সেবা গ্রহন করেন। এ সময় ২ শতাধিক স্বেচ্ছাসেবক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিরলসভাবে কাজ করতে দেখা যায়।

সেবা প্রাপ্ত রোগিরা চিকিৎসা সেবায় সন্তোষ প্রকাশ করেন। চিকিৎসা সেবা নিতে আসা ভবানিপুরের রিজিয়া বলেন, আমি খুশি, কামডা যে করছে,আল্লাহ তার ইচ্ছে পুরোন করুক।

ফ্রি মেডিক্যাল ক্যাম্প সম্পর্কে অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, যেহেতু আমাদের রাষ্ট্রীয়ভাবে সকলের স্বাস্থ্যসেবা পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হচ্ছে না সেহেতু বেসরকারিভাবে অঞ্চলভিত্তিক এভাবে স্বাস্থ্য ক্যাম্প করা গেলেও মানুষের কষ্ট কিছুটা লাঘব হয়। পসেদিক চিন্তা করেই আজকে আমাদের এই ক্ষুদ্র আয়োজন। সেবা গ্রহনকারিরা সামান্য উপকার পেলেও আমাদের এ আয়োজন সার্থক হয়েছে বলে মনে করব। তিনি আরো জানান, দেশের মানুষ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন জামায়াতে ইসলামী এটা ক্ষমতা মনে করবে না বরং আমানত হিসেবেই মেনে নিবে।