বাংলাদেশ হকি ফেডারেশনের সাবেক সহসভাপতি ও ব্যবসায়ী সফিউল্লাহ আল মুনিরের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় ১০ কোটি ৯৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হবে। গতকাল বুধবার সাংবাদিকদের এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

দুদকের অনুসন্ধানে জানা গেছে, সফিউল্লাহর বৈধ উৎসের পরিমাণ ৪৯ লাখ ৭৮ হাজার ৪৭৬ টাকা। অনুসন্ধান চলাকালে তার নামে মোট ১১ কোটি ৪৪ লাখ ৯০ হাজার ১২৫ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়, যার মধ্যে ১০ কোটি ৯৫ লাখ ১১ হাজার ৬৪৯ টাকার বৈধ উৎস দেখাতে পারেননি তিনি।

সফিউল্লাহ আল মুনির ইনডেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা।