রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিসংখ্যান দিবস- উপলক্ষে গতকাল ২০ অক্টোবর সোমবার বিভিন্ন কর্মসুচী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে দুপুরে পরিসংখ্যান বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শওকাত আলী প্রধান অতিথি হিসেবে র‌্যালির উদ্বোধন করেন। র‌্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিডিয়া চত্বরেএসে শেষ হয়। এতে পরিসংখ্যান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে বিশ্ব পরিসংখ্যান দিবস উপলক্ষে কেক কাটেন উপাচার্য। এ সময় পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ইন্সটিটিউশনাল অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম, রেজিস্ট্রার ডক্টর মোহাম্মদ হারুন-অর রশিদ, ছাত্রপরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ডক্টর মোহাম্মদ ফেরদৌস রহমান রংপুর বিভাগীয় পরিসংখ্যান অফিসের যুগ্ম পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম এবং পরিসংখ্যান বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরাউপস্থিত ছিলেন।