সুনামগঞ্জে পুলিশ ও ম্যাজিস্ট্রেসির মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা জোরদারে এক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ মে) সকাল সাড়ে ৯টায় সুনামগঞ্জ জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আয়োজনে আদালতের কনফারেন্স রুমে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রোকন উদ্দিন কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সুনামগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন।

কনফারেন্সে পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাং হেলাল উদ্দিন। তিনি অপরাধ দমন, মামলার দ্রুত নিষ্পত্তি ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ-ম্যাজিস্ট্রেসির যৌথ ভূমিকার নানা দিক তুলে ধরেন।

কনফারেন্সে আইনশৃঙ্খলা পরিস্থিতি, তদন্তের গুণগত মান, ওয়ারেন্ট তামিলের বর্তমান অবস্থা এবং মামলার কার্যক্রমে সময় ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ ও বিচার বিভাগীয় কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা আইন ও বিচার প্রশাসনে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে উন্মুক্ত আলোচনা পর্বে বাস্তবমুখী নানা সুপারিশ উঠে আসে, যা ভবিষ্যতে জেলার বিচার ও আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর করতে সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকগণ।