কক্সাজার দক্ষিণ সংবাদদাতা : শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ও উস্কানিমূলক পোস্ট দেয়ার অভিযোগে কক্সাজারের টেকনাফ ও মহেশখালী থেকে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার দুজন হলেন-টেকনাফের নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ইয়াহিয়া খান এবং মহেশখালীর আওয়ামীলীগ কর্মী নুরুল আব্বাস।

জানা গেছে- টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ছাত্রলীগ নেতা ইয়াহিয়া খান তার ফেসবুক প্রোফাইলে শহীদ হাদির মৃত্যু নিয়ে ‘OUT’ লিখে পোস্ট করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া স্ক্রিনশট অনুযায়ী, ইয়াহিয়া খান অন্য একটি পোস্টে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন জাতীয় কবি ও বরেণ্য ব্যক্তিদের পাশে শহীদ হাদির কবর দেয়া নিয়ে আপত্তি তোলেন। এছাড়াও ৫ আগস্ট পরবর্তী সময়ে তিনি ধারাবাহিকভাবে বর্তমান সরকার ও জুলাই অভ্যুত্থানের নেতাদের লক্ষ্য করে নানান উস্কানিমূলক স্ট্যাটাস দিয়ে আসছিলেন বলে জানান টেকনাফের জুলাই যোদ্ধারা। রাত আটটার দিকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান টেকনাফের বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ দূর্জয় বিশ্বাস। তিনি বলেন, রাজনৈতিক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং উস্কানিমূলক কর্মকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে ।