আশাশুনি সংবাদদাতা : আশাশুনি সদরের বাইপাস সড়কের মানিকখালী রোডে তাল বীজ বপন উদ্ভোধন করা হয়েছে। তাল বীজ বপন কর্মসূচির উদ্বোধন করা হয়। জলবায়ু অভিযোজন ও ন্যায্যতায় পরিবেশ পাঠশালা কর্মসূচির আওতায় উপকূলীয় পরিবেশ গবেষণা ও উন্নয়ন সংস্থার (CERIO: Coastal Environment Research & Improvement Organization) এর বাস্তবায়নে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন আশাশুনি সদর ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ শরীতুল্লাহ। ERIO প্রকল্পের নির্বাহী পরিচালক শাহীন ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউপি সদস্য আব্দুস সালাম, ইউপি সদস্য মহানন্দ মন্ডল, প্রাক্তন শিক্ষক নফিল উদ্দিন, প্রাক্তন শিক্ষক চিত্তরঞ্জন অধীকারী, সরকারি কর্মকর্তা মেরিন ইঞ্জিনিয়ার রাশেদুল ইসলাম লিটন, সদর ইউনিয়ন টিম লিডার আশরাফুল ইসলাম।
গ্রাম-গঞ্জ-শহর
আশাশুনি বাইপাস সড়কে তাল বীজ বপন উদ্বোধন
আশাশুনি সদরের বাইপাস সড়কের মানিকখালী রোডে তাল বীজ বপন উদ্ভোধন করা হয়েছে।