হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চারিয়া এলাকায় অবৈধভাবে কৃষিজমির টপ সয়েল কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

গত ৩০ ডিসেম্বর ২০২৫ রাত আনুমানিক ১০টার দিকে পরিচালিত এই মোবাইল কোর্টে দুটি মামলায় দুইজনকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানটি পরিচালনা করেন শাহেদ আরমান, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, হাটহাজারী, চট্টগ্রাম।

প্রশাসন সূত্রে জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন–২০২৩ এর সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। অভিযুক্তরা কোনো ধরনের সরকারি অনুমতি ছাড়াই কৃষিজমির উর্বর টপ সয়েল কেটে পরিবেশ ও কৃষি উৎপাদনের ক্ষতি করছিলেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- ১) মো. হেলাল উদ্দিন (২৬), পিতা- মো. আলী দারোগা, সাং- ছোট মানিকা, বোরহানউদ্দিন, ভোলা। ২) মো. মাসুদ (২১), পিতা- মো. বুলু হোসেন, সাং- ছোট মানিকা, বোরহানউদ্দিন, ভোলা।

প্রশাসন জানিয়েছে, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।