কুমিল্লা -২ (হোমনা মেঘনা) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা নাজিম উদ্দিন মোল্লার পক্ষ থেকে সুবিধা বঞ্চিত হোমনা ও মেঘনা বাসীদের জন্য ঈদ-উল-ফিতর এর উপহার ঈদ ফুড প্যাক বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। নাজিম উদ্দিন মোল্লা জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ এবং হোমনা-মেঘনা উন্নয়ন ফোরামের আহবায়ক আবু ইউসুফ ও সদস্য সচিব মেহেদী হাসানকে সাথে নিয়ে হোমনা ও মেঘনার প্রত্যেকটি ইউনিয়ন সফর করেন, ঈদের উপহার তুলে দেন এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা বিনিময় করেন।
তিনি তার বক্তব্যে বলেন, আমাদের এই প্রিয় মাতৃভূমিতে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় তাহলে ধনী গরিবের বৈষম্য দূর হবে। শোষণমুক্ত ও ইনসাফপূর্ণ এবং যাকাত ভিত্তিক ইসলামী অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। যেখানে সকল নাগরিক সমান সামাজিক মর্যাদা ও সুবিচার পাবেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী এরকম একটি আধুনিক ও কল্যাণ রাস্ট্র গঠনের জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
সকাল ৮:৩০ মিনিটে হোমনার গাগুটিয়া ইউনিয়ন থেকে ফুড প্যাক বিতরণ কর্মসূচি শুরু হয়ে অত্র উপজেলার দুলালপুর, আসাদপুর, চান্দেরচর, ভাষানিয়া, জয়পুর, ঘারমোড়া, নিলখী, হোমনা পৌরসভা এবং মাথাভাংগা ইউনিয়নে এসে সমাপ্ত হয় দুপুর ১:৩০ টায়।
পরবর্তীতে, দুপুর ২টা থেকে মেঘনা উপজেলার রাধানগর ইউনিয়নে ফুড প্যাক বিতরণ কার্যক্রম শুরু হয়ে ক্রমান্বয়ে মানিকারচর, চন্দনপুর, গোবিন্দপুর, ভাওরখোলা, বড়কান্দা, চালিভাংগা এবং লুটেরচরে এসে সমাপ্ত হয়।