কুষ্টিয়ার খোকসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওসমানপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কলপাড়া গ্রামের সাবেক মেম্বার ওয়াজেদ আলীর ছেলে পাপ্পু বিশ্বাস (৩৭) গুলিবিদ্ধ ও কুপিয়ে গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ইউনিয়নের জিকে খালের কাজীর ব্রিজের উত্তর পাশে চায়ের দোকানের সামনে এ হামলা হয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মোটরসাইকেল চালিয়ে উপজেলা সদরস্থ ভাড়া বাসায় ফিরছিলেন পাপ্পু। জিকে খালের কাজীদের ব্রিজের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা তার মোটরসাইকেল থামিয়ে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।

আহতের বাবা ওয়াজেদ আলী বলেন, “দুর্বৃত্তরা পাপ্পুকে থামিয়ে ৫-৬ রাউন্ড গুলি ছোড়ে। একটি গুলি তার হাঁটুর ভেতর আটকে আছে। দুই হাত, পেট ও গলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে।”

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হোসেন ইমাম জানান, “পাপ্পুকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। এখানেই চিকিৎসা দেওয়া সম্ভব হবে বলে আশা করছি।”

খোকসা থানার অফিসার ইনচার্জ মোঃ মোতালেব হোসেন বলেন, “হামলার খবর পাওয়ার পর বিশেষ পুলিশ টিম অভিযান শুরু করেছে। মামলার প্রস্তুতি চলছে।”

এ হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ায় ওসমানপুরে টহল জোরদার করা হয়েছে।