দাউদকান্দি (কুমিল্লা): কুমিল্লার হোমনা উপজেলার অনন্তপুর গ্রামে এক ভয়াবহ অগ্নিকা-ে নিঃস্ব হয়ে পড়েছে একটি কৃষক পরিবার। বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে লাগা এই আগুনে শান্তি মিয়ার গোয়ালঘর ও দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ৭টি গরুসহ বিপুল সংখ্যক গবাদিপশু প্রাণ হারিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ করেই শান্তি মিয়ার গোয়ালঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে গোয়ালে থাকা ৭টি গরুর মধ্যে ৩টি ঘটনাস্থলেই পুড়ে মারা যায়। গুরুতর দগ্ধ ২টি গরু স্থানীয়রা বাধ্য হয়ে কম দামে জবাই করেন এবং বাকি ২টি গরুর চিকিৎসা চলছে।

এছাড়া আগুনে ৯টি ছাগল, ৫টি ভেড়া এবং বিপুল পরিমাণ হাঁস-মুরগি ও কবুতর পুড়ে মারা গেছে।সর্বস্ব হারিয়ে কান্নাজড়িত কণ্ঠে শান্তি মিয়া বলেন, “আগুনে আমার স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। আমি একেবারে নিঃস্ব। সব মিলিয়ে আমার প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।”

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম। তিনি আহত পশুদের চিকিৎসার ব্যবস্থা করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তার আশ্বাস দেন।

এদিকে, অনন্তপুর আশেকানে মদিনা দরবার শরীফের পীর সাহেব মাওলানা আব্দুস সাত্তার আল কাদেরী ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত¡না জানান। তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করেন। ইউএনও জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবার প্রয়োজনীয় প্রমাণপত্রসহ আবেদন করলে সরকারিভাবে আর্থিক সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হবে।