মো. হানিফ সরদার, গৌরনদী (বরিশাল) সংবাদদাতা: আসন্ন জাতীয় সংসদের ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে বেশ সরগরম হয়ে উঠছে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের নির্বাচনী মাঠ। অতীতে এখানে আওয়ামী লীগ ও চারদলীয় জোটের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হলেও এবার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে চমক দেখাতে চান বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলাম। এছাড়া বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী রয়েছে। জাতীয় নাগরিক পার্টি বা অন্য কোন দলের সংগঠনিক তৎপরতা চোখে পড়ছে না। এখানে বিএনপি ও জামায়াত সরাসরি লড়াই হবে বলে স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ধারনা। সম্ভাব্য প্রার্থীগণ এলাকায় এখন গণসংযোগ, পারিবারিক অনুষ্ঠান, দুর্গাপূজাসহ বিভিন্ন সামাজিক কাজে ব্যস্ত সময় পার করছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী অনেক আগেই প্রার্থী ঘোষণা করেছেন, বরিশাল জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা কামরুল ইসলাম। তিনি পথে-প্রান্তরে, হাটে-বাজারে, মসজিদ-মন্দিরে ব্যাপক গণসংযোগ, বৃক্ষরোপণ, পথসভা ও জনকল্যাণমূলক কাজে দিনরাত ব্যস্ত সময় পার করছেন।
এদিকে জাতীয়তাবাদী বিএনপি’র ধানের শীষের সম্ভাব্যপ্রার্থী হিসেবে মাঠে রয়েছেন ৪ জন। বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। প্রার্থীরা নিজেকে দলীয় নমিনেসন পাওয়ার আশা ব্যক্ত করে ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন। তারা গণসংযোগসহ সামাজিক উন্নয়নমূলক কাজে সহযোগিতা করছেন। এখানে ইসলামী আন্দোলনের প্রার্থী রয়েছেন, বাংলাদেশ ইসলামী আন্দোলন বরিশাল জেলা শাখার কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ রাসেল সরদার মেহেদী। তিনি মাঠে নির্বাচনের প্রচার-প্রচারণা চালাচ্ছেন। অন্য কোন রাজনৈতিক দলের প্রচার-প্রচারণা নেই। বিএনপি নমিনেশন দেওয়ার পরে শুরু হবে ফাইনাল প্রস্তুতি। হাটে-বাজারে, চায়ের স্টলে নির্বাচনের প্রার্থীদের যোগ্যতা যাচাই-বাছাই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সাধারণ ভোটারদের বক্তব্য নিরপেক্ষ ভোট হলে জামায়াত প্রার্থীর বিজয়ী হতে পারে। নারী ভোটাররা জামায়াতকে এবার পছন্দ করছেন বলে একাধিক ভোটারদের সাথে কথা বলে জানা গেছে।