সুন্দরবনের দুবলার চরে আয়োজিত ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষে আসা এক পর্যটক সমুদ্রতীরে গোসল করতে নেমে স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন। ঘটনাটি জানাজানি হলে কোস্টগার্ড দ্রুত পদক্ষেপ নেয় এবং নৌ-সীমান্তে উপস্থিত সদস্যদের মাধ্যমে তাৎক্ষণিকভাবে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাস উৎসবে যোগ দিতে আসা ওই পর্যটক গোসলের জন্য সমুদ্রের দিকে নামলে শক্তিশালী জোয়ারের পানিতে ভেসে যান। পরিস্থিতি বুঝতে পেরে সংশ্লিষ্ট কোস্টগার্ড আউটপোস্ট দুবলার চর থেকে বিষয়টি নথিভুক্ত করে পর্যবেক্ষণ বাড়ানো হয়। এরপর কোস্টগার্ড জাহাজ ‘স্বাধীন বাংলা’ দ্রুত দুবলার চর সংলগ্ন সমুদ্র এলাকায় পৌঁছে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করে নিরাপদে তীরে ফিরিয়ে আনে।
উদ্ধারের পর ওই পর্যটককে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে এবং আনুষ্ঠানিক কাগজপত্র সম্পন্ন হওয়ার পর তাকে তার আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কোস্টগার্ড। সংস্থাটি আরও জানায়, দেশের উপকূলীয় এলাকায় জননিরাপত্তা ও মানবিক সহায়তা নিশ্চিত করা তাদের নিয়মিত দায়িত্বের অংশ এবং ভবিষ্যতেও সমুদ্র ও বনাঞ্চল ঘিরে এমন জরুরি উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে।