ঢাকার আজমপুর ও জাহাঙ্গীর গেইট এলাকায় শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। রাত ২টার দিকে আজমপুর বাসস্ট্যান্ডের কাছে ঢাকাগামী একটি ট্রাক চাপায় তিনজন নিহত হয় বলে জানিয়েছেন উত্তর পূর্ব থানার ওসি গোলাম মোস্তফা। তিনি বলেন, নিহতরা সম্পর্কে মামা-ভাগ্নে। স্থানীয় একটি হাসপাতালে স্বজনকে দেখে খিলক্ষেতের বাসায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। ট্রাক জব্দের পাশাপাশি চালককে গ্রেপ্তার করা হয়েছে। নিহতরা হলেন- জাভেদ আলম (৫৫) এবং তার দুই ভাগনে নাঈম হক (৩২) ও ফাহিম (২৩)।
ব্যবসায়ী জাভেদের ভাগ্নে ফাহিম আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, আর নাঈম একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। এদিকে রাত ৩টার দিকে বিজয় সরণি ও জাহাঙ্গীর গেইটের মাঝ এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।