বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চান্দগাঁও থানা আয়োজিত সিরাতুন্নবী সা. মাহফিলে প্রধান ওয়ায়েজ অধ্যাপক মাওলানা মাহমুদুল হাসান সাহেব বলেন, আমাদের সমাজে ও রাষ্ট্রে অশান্তি দূর করতে হলে আল্লাহর দ্বীন ও নবিজির আদর্শকে যথাযথভাবে ধারণ করতে হবে। ন্যায়-ইনসাফের ভিত্তিতে একটি শ্রমিকবান্ধব দেশ গড়তে হলে নবিজির আদর্শকে সমুন্নত করতে হবে। জুলুম, দুর্নীতি, চাঁদাবাজি, রাহাজানি, সুদ, ঘুষ, অশ্লীলতাকে নির্মূল করতে হবে। আর এই কাজের জন্য প্রয়োজন সৎ, দক্ষ, সাহসী ও খোদাভীরু নেতৃত্ব। এমন নেতৃত্ব প্রয়োজন, যারা আল্লাহর দ্বীন ও নবিজির আদর্শকে ধারণ করবে। আগামীর বাংলাদেশকে এমন নেতৃত্বের হাতে দায়িত্ব দিতে হবে। সর্বোপরি রাসূল সা.-এর আদর্শে দেশ ও সমাজকে গড়ে তুলতে হবে। তাহলেই শ্রমিকরা তাদের অধিকার ফিরে পাবে; মালিকরাও ক্ষতিগ্রস্ত হবে না। নারী-পুরুষ-শিশু-বৃদ্ধ সকলে সুখী হবে। সকলের দুনিয়ার জীবন হবে সমৃদ্ধ এবং আখিরাতের জীবনও সুন্দর করার সকল সুযোগ অবারিত হবে।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চান্দগাঁও থানা সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল আজিজের সঞ্চালনায় মাহফিল অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান, বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবক ও ৮ নং আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. আবু নাছের, চান্দগাঁও থানা জামায়াতের আমীর মোহাম্মদ ইসমাঈল এবং সমাজসেবক জসিম উদ্দীন সরকার। মাহফিলে আরও ওয়াজ পেশ করেন হযরত মাওলানা আসাদ উল্লাহ আদিল, হাফেজ মাওলানা মহিউদ্দীন মাহবুব,হাফেজ মাওলানা শাহজালাল ও মাওলানা মহিউদ্দিন হিরো ।

মাহফিলে আরও উপস্থিত ছিলেন আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের চান্দগাঁও থানার সহ-সভাপতি রুহুল আমিন, জামায়াত নেতা আব্দুল গফুর, মোহাম্মদ মইনউদ্দিন, শহিদুল ইসলাম, শ্রমিকনেতা মোহাম্মদ ইসহাক, তৌহিদুল ইসলাম, নুরুল আজিম, মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ আনোয়ার, মোহাম্মদ মাসুদ, অহিদুজ্জামান, নুরুদ্দিন, মশিউর রহমান, লোকমান হাকিম, মোহাম্মদ জিসান, ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ, মোহাম্মদ সজীব, মোহিত হোসেন, মোহাম্মদ মাইনুদ্দিন, মোঃ সোহাগ, মোহাম্মদ রফিক, ডা. কাউছার, সাফওয়ান, আবু বক্কর, জাকারিয়া, জিল্লুর রহমান,ডা তুহিন, নুরুল আমিন, আব্দুল হামিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মাহফিল বাস্তবায়নে সহযোগিতা করায় সর্বস্তরের শ্রমিক, মালিক ও জনসাধারণকে ধন্যবাদ জ্ঞাপন করেন মাহফিল এন্তেজামিয়া কমিটি।