আলীকদম সংবাদদাতা: সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক কাজের অংশ হিসেবে বান্দরবান সেক্টরের অধীন আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) দুর্গম মদক সীমান্ত এলাকায় চিকিৎসা বঞ্চিত স্থানীয় নৃ-গোষ্ঠী জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে। গত ১০ ডিসেম্বর ২০২৫ তারিখ (বুধবার) এই মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী এর দিক-নির্দেশনায় বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের অন্তর্গত দুর্গম মদক বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এই ক্যাম্পেইনটি আয়োজিত হয়।

ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ, এএমসি কর্তৃক পরিচালিত এই ক্যাম্পেইনের মাধ্যমে চিকিৎসা বঞ্চিত নারী, পুরুষ এবং শিশুসহ সর্বমোট ১২০ জনের অধিক স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিজিবি জানায়, দুর্গম পাহাড়ি এলাকার নিম্ন আয়ের হত-দরিদ্র নৃ-গোষ্ঠী জনসাধারণের একমাত্র ভরসার প্রতীক হিসেবে “বিজিবি” সর্বদা তাদের পাশে রয়েছে। মেডিকেল ক্যাম্পেইন চলাকালে মদক বিওপি কমান্ডার ক্যাপ্টেন আবিদ আহমেদ সাব্বির, বিভিন্ন পদবীর বিজিবি সদস্যবৃন্দ, স্থানীয় পাড়া কারবারী/ হেডম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।