গাইবান্ধা সংবাদদাতা : আগামীর বাংলাদেশ, ন্যায় ইনসাফের বাংলাদেশ। আগামীদিনে যারা ফ্যাসিস্ট হয়ে উঠার চেষ্টা করবে, তাদেরকে জনগণ প্রতিহত করবে’’ইনশাললাহ। আওয়ামী লীগ পারিবারিক একটি দল। তারা ইয়াজিদি কায়দায় দেশ চালাতো, আর এই সিষ্টেমের বিরোধিতা করায় জামায়াত নেতাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। তারপরেও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদেরকে দমানো সম্ভব হয়নি, বরং আওয়ামী লীগই এদেশের মানুষের সাথে পরাজিত হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার আমীর মোঃ আব্দুল করিম সরকার।
তিনি আরো বলেন, আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বচ্ছ ভোটে যারা বাঁধাগ্রস্ত করতে চাইবে, তাদেরকে উপযুক্ত জবাব দিতে হবে। গত ৬ জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা সদর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
উক্ত অনুষ্ঠানে জামায়াতে ইসলামী, গাইবান্ধা সদর উপজেলা শাখার আমীর মাওলানা মো. নুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, জামায়াতের গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি মাওলানা মোঃ জহুরুল হক। সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. ওবায়দুল হকের পরিচালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী সেক্রেটারি মো. নুরুন্নবী সরকার , বাইতুল মাল সেক্রেটারি মোঃ জামিনুল ইসলাম, ওলামা বিভাগের সভাপতি মো. মাওলানা শামসুল ইসলাম, কর্ম পরিষদ সদস্য আমীর হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মো. আব্দুর রহমান প্রমুখ।