মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা সদর দিশাবন্দ গ্রামের পুকুর থেকে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার দিশাবন্দ গ্রামের মসজিদ পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে দিশাবন্দ গ্রামের সারওয়ার মেম্বারের ছেলে জামাল হোসেন (৫০) এর লাশ উদ্ধার করে।
জানা যায় শুক্রবার রাত ১০টার দিকে দিশাবন্দ গ্রামের বাচ্চু মিয়ার বাড়িতে বাচ্চুর ছেলে সাকিবের সাথে জামালের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে সাকিব হোসেন বেপারী বাড়ির মহিনের ছেলে সবুজ, তাজুল ইসলামের ছেলে বাবলু, সামছুল হকের ছেলে অপু, আব্দুস সাত্তারের ছেলে সিজন, আবদুল খালেকের ছেলে হারুনকে ডেকে এনে জামালকে মারধর করে। খবর পেয়ে জামালের ছেলে আলাউদ্দিন বাবাকে উদ্ধার করতে গেলে তাকেও মারধর করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করায়।