কোম্পানীগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা : বিএনপির মরহুম নেতা ব্যারিষ্টার মওদুদ আহমদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ, নোয়াখালী জেলা বিএনপি, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি ও বসুরহাট পৌরসভা বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা বানায়াট, কুরুচিপূর্ণ ও যড়যন্ত্রমূলক বক্তব্যের প্রতিবাদে সোমবার দুপুর ১২টায় কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে নির্ঝর কনভেশন হলে সংবাদ সম্মেলন করে কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম শিকদার, বসুরহাট পৌরসভা বিএনপির নব-নির্বাচিত আহ্বায়ক আবদুল মতিন লিটন ও পৌরসভা বিএনপির সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন। এসময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, বসুরহাট পৌরসভার সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন ছগীর, কোম্পানীগঞ্জ উপজেলা যুব দলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল, সদস্য সচিব জাহিদুর রহমান রাজনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।