ফিলিস্তিনে ইসরাইলি নৃশংস গণহত্যা ও হামলার প্রতিবাদে ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর শাখার মানববন্ধন এবং সমাবেশ মঙ্গলবার বিকেলে রংপুর প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন এবং সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ মিসবাহুল করিম। রংপুর মহানগর শাখা সভাপতি নুরুল হুদা, সেক্রেটারি আনিসুর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি সোহেল রানা, সেক্রেটারী সুমন সরকার, কারমাইকেল কলেজ শাখা সভাপতি মেহেদেী হাসান, সেক্রেটারি আবু সুফিয়ান, রংপুর জেলা শাখা সভাপতি ফিরোজ আফ্রীদি ও দপ্তর সম্পাদক মুনতাজির সালেহীন।
মানববন্ধন
পঞ্চগড় সংবাদদাতা: শিশু আছিয়ার ধর্ষকের ফাঁসির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা মহিলা দল।
বুধবার (১৯ মার্চ) দুপুরে পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালযের সামনে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে জেলা মহিলা দল ঘন্টাব্যাপী মানববন্ধনের আয়োজনের করে। মানববন্ধনে জেলা মহিলা দলের নেতা-কর্মীরা অংশ নেন। এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা মহিলা দলের সভাপতি লায়লা আনজুমানারা মুক্তিসহ অনেকে। বক্তারা অবিলম্বে আছিযা সহ সারা দেশে ধর্ষণকারীদের ফাঁসির দাবি জানান।