নড়াইল সংবাদদাতা : নড়াইলের লোহাগড়ায় খাজা মোল্যা (৪৫) নামে এক কৃষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। গতকাল বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কুমারডাঙ্গা বাজারের সন্নিকটে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত খাজা মোল্যা উপজেলার ইতনা ইউনিয়নের পার-ইছাখালী গ্রামের নবাব মোল্যা ওরফে লবা মোল্যার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকালে খাজা মোল্যা বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কুমারডাঙ্গা বাজারের সন্নিকটে পৌঁছালে প্রতিপক্ষ সন্ত্রাসীরা তাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষণা করেন। নিহতের স্বজনরা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমারডাঙ্গা গ্রামের পলাশ মোল্যার সাথে খাজা মোল্যার পূর্ববিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে পলাশ মোল্যার লোকজন হত্যাকান্ডের সাথে জড়িত থাকতে পারে।

এ ব্যাপারে পলাশ মোল্যার সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশিকুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কি কারণে এ হত্যা বা কারা হত্যাকান্ডে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। নড়াইল জেলা হাসপাতালে লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে বলে তিনি জানান।