নেত্রকোনা সংবাদদাতা : নেত্রকোণায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে ১০৯ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়েছে।

সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোণার একটি টিম সদর উপজেলার ঠাকুরাকোনা বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায়। এ সময় একটি সন্দেহভাজন অটোরিকশায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার এবং দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন নেত্রকোণা সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের গিডুরপাড়া গ্রামের মো. শান্ত মিয়ার পুত্র মো. তপন মিয়া (২৬) এবং কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের মইপুকুরিয়া গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র মো. রাকিব হোসেন (৩৯)।

আদমদীঘি (বগুড়া) ঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ১০ কেজি গাঁজাসহ ট্রেন যাত্রী তিন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। গতকাল বুধবার (৩০ জুলাই) বেলা সম্প্রতি সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের ৩ নং প্লাটফর্মে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, কুড়িগ্রাম সদরের নতুন রেল স্টেশন এলাকার এনামুল হকের স্ত্রী কলি বেগম (২৭) একই জেলার ফুলবাড়ী উপজেলার কাশিপুর কলেজ মোড় এলাকার রশিদ মিয়ার মেয়ে মিম আক্তার (১৯) ও শরীয়তপুর জেলার গোসাইর উপজেলার মাছুয়া খালী গ্রামের রুনু মাতব্বরের মেয়ে লামিয়া (২১)। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় মাদক আইনে মামলা হয়েছে।

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা সপ্তাহব্যাপী চলমান মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ৫৫ লাখ ২৪ হাজার ৩৫৪ টাকার মাদক ও চোরাচালানপণ্য জব্দ করেছে। এগুলো মধ্যে ভারতীয় রূপো, মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানপণ্য রয়েছে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী বুধবার (৩০ জুলাই) দুপুরের পর জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ১০ দশমিক ৮৩৪ কেজি ভারতীয় দানাদার রূপো, ১৪৪ বোতল বিদেশী মদ, ১৪ কেজি গাঁজা, ৩৮ বোতল ফেন্সিডিল, ২০ গ্রাম হেরোইন, ৪৪টি ভায়াগ্রা ট্যাবলেট, ১০০টি চায়না দুয়ারী জাল, ২৯ পিস শাড়ী, ১৩টি থ্রিপিস, ২০ কেজি ভারতীয় পেঁয়াজের বীজ, ২০০টি পাতার বিড়ি, ১২৭টি কসমেটিকস সামগ্রী, ২টি মোবাইলফোন এবং আরও অন্যান্য চোরাচালানপণ্য।