ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে নরসিংদীতে ২০০ হাফেজে কুরআনকে সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। গতকাল বুধবার নরসিংদী জেলা শাখার আয়োজনে নরসিংদী সদর মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ রুহুল আমীন এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মোঃ তাওহিদুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোসলেহুদ্দীন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মাদরাসা সম্পাদক আলাউদ্দিন আবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশন নরসিংদীর উপ-পরিচালক মোঃ ইউসুফ আলী, জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা নাজমুল ইসলাম ও নরসিংদী সদর উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা মুফতী আতিকুল্লাহ। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক মাহফুজুর রহমান, অর্থ সম্পাদক হাফেজ শাহীন, দাওয়াহ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম, মাদরাসা সম্পাদক সাইফুল ইসলাম সহ সংবর্ধিত হাফেজগণ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানব জাতিকে মুক্তির পথ দেখানোর জন্য আল্লাহ তায়ালা কুরআন নাজিল করেছেন। কুরআন কল্যাণ-অকল্যাণ, ভালো-মন্দ, ন্যায়-অন্যায়ের পার্থক্য করেছে। যারা হাফেজে কুরআন তারা আল্লাহর কাছে সম্মানিত। হিফয করার পর অর্থসহ পবিত্র কুরআন অধ্যয়ন করে তা বাস্তব জীবনে পালন করতে হবে।