গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীতে প্রতিষ্ঠিত সিটি কর্পোরেশন স্কুল আগামী জানুয়ারি থেকে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে। একটি মানসম্মত ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান তৈরির লক্ষ্যে শিক্ষক নিয়োগ পরীক্ষার আয়োজন করা হয়েছে, আজ শুক্রবার পরীক্ষা অনুষ্ঠিত হবে ।
গাজীপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে সকাল ১০টায় সহকারী শিক্ষক এবং ১১টায় প্রধান শিক্ষক পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রধান শিক্ষক পদের জন্য ৫৯ জন, এবং সহকারী শিক্ষক পদের ৫টি পদে ১৭২ জন আবেদনকারী অংশ নেবেন।
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান জানান, যোগ্যতা, মেধা ও দক্ষতার ভিত্তিতেই আমরা শিক্ষক নির্বাচন করব। সিটি কর্পোরেশন স্কুলকে একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে রূপ দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেনÍ
গাজীপুরের প্রতিটি নাগরিকের সন্তান যেন মানসম্মত শিক্ষার সুযোগ পায়- এটাই আমাদের লক্ষ্য। শিক্ষা শুধু ভবিষ্যৎ নির্মাণ করে না, একটি শহরের উন্নয়ন ও সভ্যতাকেও রূপ দেয়। সিটি কর্পোরেশন স্কুল গাজীপুরে আধুনিক নগর শিক্ষার নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে আমি বিশ্বাস করি।
সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্র জানায়, নগর শিক্ষার মানোন্নয়নে গাজীপুর সিটি কর্পোরেশনের এই উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়। সরকার সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবে। বিদ্যালয়টি চালু হলে গাজীপুরের নগরবাসী একটি উন্নত, মানসম্মত ও নাগরিকবান্ধব শিক্ষা সুবিধা পাবে বলে আশা করা হচ্ছে।