সদর উপজেলা ভূমি অফিস ও জেলা রেজিস্ট্রি অফিসের মধ্যে দলিল লেখকদের তিনটি ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার ভোর রাতে এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানিয়েছেন রাতের আঁধারে কে বা কারা আগুন দিয়ে পালিয়ে যায়।
মাগুরা জেলা রেজিস্ট্রি অফিসের সামনে পুড়ে যাওয়া ভুক্তভোগী ঘরের মালিক হলো স্ট্যাম্প ভেন্ডার শফিকুল ইসলাম, দলিল লেখক বাহারুল ইসলাম ও এনামুল ইসলাম।
জেলা স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি রফিকুল ইসলাম জানান, শনিবার ভোর ৪ টার দিকে কে বা কারা আমার ঘরে আগুন দিয়ে পালিয়ে যায়। আমি ভোর ছয়টার দিকে খবর পেয়ে ছুটে আসি জেলা রেজিস্ট্র অফিসে। দেখি আগুনে পুড়ে গেছে আমার ঘরের সমস্ত নথিপত্র। আমার ঘরের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ রেজিস্ট্রি খাতা, স্ট্যাম্প ভেন্ডার, দলিলপত্র, রশিদ সব পুড়ে গেছে। এটি একটি নাশকতা মূলক কর্মকান্ড। এ ঘটনার সাথে দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানাচ্ছি।
দলিল লেখক বাহারুল ইসলাম জানান, ভোরে কে বা কারা আমার ঘরে আগুন দেয়। এই আগুনে ঘরের সমস্ত গুরুত্বপূর্ণ দলিলপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের মধ্যে থাকা রেজিস্ট্রি অফিস থেকে তোলা ১৫০ দলিল, দলিলের আড়াইশত টিকিট পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় আমার ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। একটি পরিকল্পিত নাশকতা।
দলিল লেখক এনামুল জানান, ঘরে থাকা গুরুত্বপূর্ণ দলিলসহ বিভিন্ন কাগজপত্র পুড়ে গেছে। আমি ভোরে খবর পেয়ে বাড়ি থেকে ছুটে আসি। দেখি আমার ঘরের টিন গুরুত্বপূর্ণ কাগজপত্র দলিল মাটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি প্রশাসনের নিকট দৃষ্টি আকর্ষণ করছি ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার দাবী জানাচ্ছি।
অপরদিকে, মাগুরা সদর উপজেলার সহকারী ভূমি অফিসে শনিবার ভোর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই আগুনে অফিসের ভিতরে থাকা কম্পিউটার, স্ক্যানার, গুরুত্বপূর্ণ দলিল, সরকারি কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে।
জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান সদর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেছেন। শনিবার সকালে ভূমি অফিস কার্যালয়ের সামনে সাংবাদিকদের জানান, আমি ঘটনাটি শোনার পর সদর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেছি। এ অফিসের নিচ তলার কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই আগুনে অফিসের কম্পিউটার আসবাবপত্র সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। ঘটনায় তদন্ত চলছে।