গাইবান্ধা সংবাদদাতা : গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর বাজার এলাকার মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কে তুষ বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তাওহিদ ইসলাম (২৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। সে উপজেলার গোপালপুর গ্রামের রাজা মিয়ার ছেলে এবং গোবিন্দগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।

স্থানীয়রা জানান, তাওহিদ রিক্সাভ্যান যোগে মহিমাগঞ্জ থেকে গোবিন্দগঞ্জের দিকে যাওয়ার সময় মহিমাগঞ্জমুখী একটি তুষ বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, এ ঘটনায় তুষ বোঝাই ট্রাকটি আটক করা হয়েছে।

গোবিন্দগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেফতার : গোবিন্দগঞ্জের কামদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোশাহেদ হোসেন চৌধুরী বাবলুকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরীর ছোট ভাই। গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির অফিস ভাঙচুরের মামলা রয়েছে।