বাংলাদেশ বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে রাজবাড়ী পৌরসভা শাখা কর্তৃক আয়োজিত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের নিয়ে শহরের আজাদী ময়দানস্থ অফিসে সম্প্রতি এক দাওয়াতী সভার আয়োজন করে। জেলা জামায়াতের মিডিয়া বিভাগের সেক্রেটারি, রাজবাড়ী পৌরসভা শাখার আমীর ডাঃ মোঃ হাফিজুর রহমান এর সভাপতিত্বে হাফেজ মোঃ হুমায়ুন কবিরের তেলাওয়াতে কালামের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জেলা জামায়াতের আমীর, রাজবাড়ী-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাডঃ মোঃ নূরুল ইসলাম আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাহিত্য ও সংস্কৃতি বিভাগে সেক্রেটারি অধ্যাপক মোঃ হেলাল উদ্দিন রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস বাবু। প্রধান অতিথি তার তার বক্তব্যে বলেন সাংবাদিকরা হলেন জাতির বিবেক জামায়াতে ইসলামী সবসময়ই সাংবাদিকদেরকে সম্মানের নজরে দেখে থাকে তাদের কাছে বিবেচনা সম্পন্ন আচরণ প্রত্যাশা করে। যেখানে যে ত্রুটি বিচ্যুতি আছে বা হচ্ছে তা সঠিকভাবে তুলে ধরাই সাংবাদিক হিসেবে নৈতিক দায়িত্ব। আমরা মুসলিম হিসাবে বিশ্বাস করি আমাদের প্রত্যেক কাজের হিসাব পরকালে অবশ্যই দিতে হবে, পরকালীন জবাবদিহীতার অনুভূতি নিয়ে কাজ করলে সেখানে অন্যায় হওয়া সম্ভব নয়। আল্লাহর প্রতি ভয় সারাক্ষণ অন্তরে লালন করতে হবে। আমাদের কাজের সমালোচনা পজিটিভ দৃষ্টিভঙ্গি অর্থাৎ সংশোধনের মানষিকতা নিয়ে করবেন সেটাই আমরা প্রত্যাশা করি।
গ্রাম-গঞ্জ-শহর
রাজবাড়ীতে সাংবাদিকদের নিয়ে জামায়াতের দাওয়াতী সভা
বাংলাদেশ বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে রাজবাড়ী পৌরসভা শাখা কর্তৃক আয়োজিত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের নিয়ে শহরের আজাদী ময়দানস্থ অফিসে সম্প্রতি এক দাওয়াতী সভার আয়োজন করে। জেলা জামায়াতের মিডিয়া বিভাগের সেক্রেটারি, রাজবাড়ী পৌরসভা শাখার