ধামরাই (ঢাকা) সংবাদদাতা : মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা জেলা ক্রীড়া অফিস আয়োজনে ঢাকার বার্ষিক ক্রীড়া কর্মসূচি আওতায় ধামরাইয়ে বালক- বালিকা আন্ত: স্কুল সাঁতার ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে সাভার ও ধামরাই আন্ত:স্কুলের ৬০ জন সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বালক গ্রুপে বড় ও মধ্যম এবং বালিকা গ্রুপে মধ্যম প্রতিযোগিতা করে।

সম্প্রতি উপজেলা সংলগ্ন পুকুরে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবিবের সভাপতিত্বে উপজেলা আন্ত:স্কুল সাঁতার ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন ঢাকা জেলা প্রশাসক মো: রেজাউল করিম।

চান্দিনা (কুমিল্লা) :মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কুমিল্লার চান্দিনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত ১৩ ডিসেম্বর উপজেলা সদরের জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সভায় শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিকতা, দক্ষতা ও সৃজনশীল প্রতিভা বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মু. তাজুল ইসলাম। প্রধান অতিথি’র বক্তৃতা করেন- ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের প্রধান আব্দুস সাত্তার।

ফুটবল টুর্নামেন্ট

গাইবান্ধা : সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের শ্যামল ছায়া যুব সংঘ কতৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টে গত শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা অধ্যাপক মাজেদুর রহমান। এসময় স্থানীয় উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণ

চকরিয়া : চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন রাইজিং স্টার ফাউন্ডেশনের সফলতার অর্ধযুগ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ক্রীড়া ও কুইজ প্রতিযোগিতা-২০২৫ এবং এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান কার্যালয় সংলগ্ন মাঠে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল থেকে জমকালো আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে অনুষ্ঠিত ইভেন্টে ছিলো; স্থানীয় যুবসমাজ ও মুরব্বীদের অংশগ্রহণে হাড়ি ভাঙ্গা, মুরগির লড়ায়, মিনি টাইব্রেকার এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা। বিকাল সাড়ে ৪টায় রাইজিং স্টার ফাউন্ডেশনের সভাপতি মামুনুর রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরমানুল ইসলামের সঞ্চালনায় বর্ণাঢ্য পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী আবদুল্লাহ আল ফারুক।

সাংবাদিকদের মতবিনিময়

মেহেরপুর :মেহেরপুর জেলার নবগত পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় সাথে মেহেরপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলা পুলিশ সুপার কার্যালয় এই মতবিনিময়ে সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন নবাগত পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ফজলুল হক মন্টু, জেলা প্রেসক্লাবের সভাপতি, তোজাম্মেল আজম, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক, যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক বেন আমিন মুক্ত, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান, দৈনিক সংগ্রামের জেলা সংবাদদাতা আকতারুজ্জামান প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কুমারখালী (কুষ্টিয়া) : কুমারখালীতে কৃষকদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বাসষ্ট্যান্ড সংলগ্ন বিএনপির অফিসে উপজেলা কৃষকদলের আয়োজনে এ অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদী। উপজেলা কৃষকদলের সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান হাফিজ ও উপজেলা যুবদলের সাবেক সেক্রেটারি খান আতিকুর রহমান সবুজ।