চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালকে ৫০০ শয্যায় জেনারেল হাসপাতালে উন্নীত করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল গত মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের সমস্যা ও উন্নয়নের বিষয় নিয়ে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, জেলার স্বাস্থ্য সেবার মান উন্নয়নে ২৫০ শয্যার হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নতিকরণ, সকল রোগিকেই প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা এবং পর্যাপ্ত চিকিৎসক ও স্টাফের ব্যবস্থাসহ সার্বিক উন্নয়নে সর্বদা পাশে থাকার আশ^াস দেন। ২৫০ রোগীর ব্যবস্থা থাকলেও প্রায় ৫০০ থেকে ৭০০ এর অধিক রোগী ভর্তি হচ্ছে। বহিঃর্বিভাগে আরো ২ হাজার রোগী চিকিৎসা নিচ্ছে প্রতিনিয়ত। সেই তুলনায় জনবল অপ্রতুল। জনগণের স্বাস্থ্যের কথা বিবেচনা করে এই হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা গেলে এ সমস্যা অনেকাংশে দূর হবে। এ ব্যাপারে তত্ত্বাবধায়ককে চাহিদাপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রদানের আহ্বান জানান এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এব্যাপারে নজর দেয়ার জোর দাবি জানান। এছাড়া তিনি স্বাস্থ্য মন্ত্রাণালয়ে এব্যাপারে কথা বলারও আশ্বাস দেন। তিনি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মুহাম্মদ মশিউর রহমান, আরএমও আব্দুস সামাদ, ডা. ইসমাইল হোসেন ও ডা. মাহফুজুর রহমানসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে সাক্ষাৎ করেন। একই সাথে রোগীদের সাথে সাক্ষাৎ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মেয়র মোঃ নজরুল ইসলাম, জেলা নায়েবে আমীর ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুখলেসুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকর, চাঁপাইনবাবগঞ্জ পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানী, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি তহুরুল ইসলাম সোহেল, বিশিষ্ট ব্যবসায়ী তরিকুল ইসলাম। এদিকে, নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর মোঃ নূরুল ইসলাম বুলবুলের সহযোগিতায় ও চাঁপাইনবাবগঞ্জ জামায়াতে ইসলামী পৌর শাখার উদ্যোগে ৬ নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়। এসময় নূরুল ইসলাম বুলবুল বলেন, নারীরা কর্মসংস্থানে এগিয়ে আসলে পরিবার, সমাজ ও দেশ আরও সমৃদ্ধ হবে। যে ৬ নারীকে সেলাই মেশিন দেয়া হলো আশা করা যায় তারা নিজের কর্মদক্ষতা দিয়ে পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবে। জামায়াতে ইসলামী সবসময় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমরা চাই প্রতিটি নারী-পুরুষ মিলে নিজেদের স্বাবলম্বী করে তুলবে। একটি সেলাই মেশিন হয়তো ছোট উদ্যোগ হলেও একসময় আপনারা শ্রম দিয়ে বড় পরিসরে যেতে পারবেন। সঠিকভাবে কাজে লাগালে একজন নারীকে আত্মনির্ভরশীল এবং একটি পরিবারের অভাব দূর করতে পারে। এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানী, সেক্রেটারি মোক্তার হোসেন, ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল খালেক প্রমুখ।