মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় ৫টি নকল বিদেশী পিস্তল ও ১ কোটি টাকার দেশী ও বিদেশী জাল নোটসহ মোক্তাদির আলি রিপন নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-৯। র‌্যাব-৯ সিলেট ক্যাম্প মঙ্গলবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার কুলাউড়া উপজেলায় মোক্তাদিরের বাসায় বিপুল পরিমাণ দেশী-বিদেশী জাল নোট এবং আগ্নেয়াস্ত্র মজুদ রয়েছে এমন খবরের ভিত্তিতে তার বাসায় অভিযান পরিচালনা করে মোক্তাদীরের বসত ঘরের ওয়ারড্রব থেকে প্রায় ৩০ লক্ষ টাকা মূল্যের দেশী ও প্রায় ৬০ লক্ষ টাকা মূল্য মানের বিদেশী নোটসহ সর্বমোট প্রায় ১ কোটি টাকা মূল্যমানের দেশি-বিদেশি জাল নোট উদ্ধার করা হয়। এছাড়াও তার বাসা থেকে ৫টি নকল বিদেশী পিস্তল এবং নকল ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। র‌্যাব আরও জানায়, মোক্তাদির ভিডিও কলের মাধ্যমে নকল টাকা ও অস্ত্র দেখিয়ে আসল বলে বিশ্বাসযোগ্যতা অর্জন করে বিক্রি করতো। আটকৃত মোক্তাদির উপজেলার সম্মান গ্রামের তৈয়ব আলীর পুত্র। আটককৃত মোক্তাদিরকে র‌্যাব কুলাউড়া থানায় সোপর্দ করে।