নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার নাঙ্গলকোটে চাচাতো ভাইয়ের জানাজা শেষে বাড়ি ফেরার পথে উপজেলার দক্ষিণ আলিয়ারা গ্রামের নিজবাড়ির সামনে থেকে বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদ সাবেক সদস্য আলাউদ্দিনকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সিএনজি অটোরিক্সায় তুলে নিয়ে চলন্ত গাড়ীতে মাথায় গুলি করে হত্যা করে সড়কের পাশে ফেলে দেয়ার ঘটনায় মানববন্ধন করেছে নিহতের পরিবার, আত্মীয়-স্বজন, গ্রামবাসী ও এলাকাবাসী। বুধবার সকালে বক্সগঞ্জ বাজারের প্রধান সড়কে হত্যাকারীদের ফাঁসির দাবিতে আয়োজিত মানববন্ধনে এলাকার সহস্্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। হত্যাকান্ডের ঘটনায় নিহত আলাউদ্দিন মেম্বারের ছেলে জোবায়ের হোসেন রাজিম বাদী হয়ে সোমবার রাতে ১৫ জনের নাম উল্লেখ-সহ ২৫ জনকে আসামী করে নাঙ্গলকোট থানায় হত্যা মামলা দায়ের করে। হত্যার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের স্বার্থে তাদের নাম প্রকাশ করেনি পুলিশ।