পঞ্চগড় ১ আসনে (সদর, তেঁতুলিয়া, আটোয়ারী) স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মাজেদুর রহমান লিটন।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে জেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল হাসানের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। লিটন দীর্ঘদিন সমাজসেবা ও জনসংযোগের মাধ্যমে এলাকায় নিজের অবস্থান গড়ে তুলেছেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে লিটন বলেন, "জনগণের আশা-আকাঙ্খা পূরণ ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব।" জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থীদের মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। এরই মধ্যে একাধিক দলের প্রার্থী ও স্বতন্ত্র হিসেবে লিটন একাই মনোনয়ন সংগ্রহ করেছেন।

এ আসনে প্রধান রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীর উপস্থিতি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা বাড়িয়ে তুলতে পারে বলে মনে করা হচ্ছে।