নাটোর সংবাদদাতা : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি’র) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র ও বিচার সংস্কার ছাড়া দেশে কোন নির্বাচন হবে না।
জুলাই গণঅভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি ও জুলাই ঘোষণাপত্র দিতে হবে।
তিনি বলেন, বৈষম্যহীন দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ার আকাক্সক্ষা ছিল দেশের গণমানুষ ও ছাত্র সমাজের। কিন্তু ৫ই আগস্টের পর থেকে সেই আকাক্সক্ষা থেকে কিছু পক্ষ সরে গিয়েছে। আজকেও আমাদের অনুষ্ঠানকে বানচাল করতে নানা ধরনের বাধা ও ষড়যন্ত্র করা হয়েছিল।
তিনি আরো বলেন, এক সময় যারা ক্ষমতায় টিকে থাকার জন্য এ ধরনের কর্মকান্ড করতো তারা আজ কোথায়? ফ্যাসিস্টদের কাছ থেকে শিক্ষা না নিলে এখন যারা এসব কর্মকান্ড করছেন তাদের অবস্থা আরো ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি করেন তিনি।
নাহিদ বলেন, দেশের মৌলিক সংস্কার প্রয়োজন, সবাই তরুণ সমাজের কাছে পাশে দাঁড়ান। আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সমর্থ্য হব। তাই আগামী ৩রা আগস্ট জাতীয় শহীদ মিনারে আমাদের ইশতেহার ঘোষণা করবো।
তিনি নাটোরের পথসভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।
গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে রাজশাহী থেকে সড়ক পথে নাটোরে এসে পৌঁছান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
জুলাই আন্দোলনের এসব নেতাদের নাটোর-রাজশাহী সীমান্ত এলাকা থেকে নাটোরের নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছা জানিয়ে নাটোরে স্বাগত জানান।
শহরের স্টেশন বাজার থেকে পায়ে হেটে দীর্ঘ পথ পাড়ি দিয়ে দুপুর আড়ারটার দিকে শহরের মাদরাসা মোড় স্বাধীনতা চত্বরে পথসভায় মিলিত হন। জুলাই পথযাত্রার এই পথসভায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় বক্তব্য দেন- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক ডা. তাজনুভা জাবীন, সদস্য সচিব আখতার হোসেন, কেন্দ্রীয় এনসিপির সদস্য আসিফ মোস্তফা জামাল, নাটোর জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ জার্জিস কাদির ও সিনিয়র যুগ্ম সমন্বয়কারী নাটোর চেম্বারের সভাপতি আব্দুল মান্নাফ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন- এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা শারওয়ার নিভা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম আরো বলেন, নাটোরের আটজন শহীদ রয়েছেন। তারা গণঅভ্যুত্থানে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছিলেন। স্বৈরাচারের কবল থেকে দেশকে মুক্ত করে নতুন করে স্বাধীনতা এনে দিয়েছিলেন। আমরা সেই শহীদের শ্রদ্ধাভরে স্মরণ করি। শহীদরা যে আকাঙ্ক্ষার জন্য, নতুন বাংলাদেশের জন্য জীবন দিয়েছিল আমরা যেন নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, সেটাই আমাদের লক্ষ্য। বাংলাদেশের মৌলিক কাঠামোতে যদি হস্তক্ষেপ করা হয়, মৌলিক সংস্কারে বাঁধা দেয়া হয় তাহলে প্রতিরোধ গড়ে তোলা হবে হুঁশিয়ারি দেন তিনি।
পথসভা শেষে শহীদ ও আহত পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করে বিকেলে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হয় জুলাই পদযাত্রার গাড়ি বহর।
এদিকে নাটোরের বনপাড়ায় এনসিপির নেতারা আসলে দেখে নেয়া হবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দিলে নাশকতার আশংকায় রোববার খোরশেদ আলম নামে একজনকে আটক করেছে নাটোরের গোয়েন্দা পুলিশ। অপরদিকে এনসিপির কেন্দ্রীয় নেতাদের নাটোরে আগমনে শুভেচ্ছা জানিয়ে শহরের লাগানো অনেক ব্যানার ফেস্টুন রোববার গভীর রাতে সন্তাসীরা ছিঁড়ে ফেলেছে। নাটোর ষ্টেশন বাজার ও নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ এলাকায় এসব ব্যানার ফেস্টুন নষ্ট করা হয়।
রাজশাহীতে এনসিপি’র সমাবেশ
রাজশাহী ব্যুরো: গণভবন জয় করার পর এবার জাতীয় সংসদ ভবন জয়ের অঙ্গীকার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। গত রোববার সন্ধ্যায় রাজশাহীর সাহেববাজার জিরোপয়েন্টে জুলাই পথযাত্রা শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসাইন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা প্রমুখ উপস্থিত ছিলেন। নাহিদ ইসলাম বলেন, ‘৫ আগস্ট ২০২৪-এ আমাদের লক্ষ্য ছিল ফ্যাসিবাদের পতন এবং গণভবন জয়। আমরা সেই লক্ষ্য অর্জন করেছি। এবার আমাদের নতুন লক্ষ্য জাতীয় সংসদ জয় করা। তবে তার আগে দেশের রাজনৈতিক সংস্কার ও দায়ীদের বিচারের সুরাহা প্রয়োজন।’ তিনি বলেন, ‘গণহত্যাকারী হাসিনার বিচার দেখতে চাই। একটি নতুন গণতান্ত্রিক সংবিধান চাই, যা জনগণের অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করবে। স্বৈরতন্ত্র ও পরিবারতন্ত্রের অবসান ঘটিয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নতুন ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করাই আমাদের অঙ্গীকার।’ রাজশাহীর ঐতিহ্যের কথা স্মরণ করে তিনি বলেন, ‘মজলুম জননেতা মওলানা ভাসানী এই রাজশাহী থেকে ফারাক্কা লংমার্চ শুরু করেছিলেন। প্রয়োজনে আমরা রাজশাহী থেকেই নতুন লংমার্চ শুরু করবো, দেশের নদী ও সীমান্ত রক্ষায়। তিনি আরো বলেন, ‘জুলাই সনদ ও ঘোষণা বাস্তবায়ন করতে হবে। যারা জুলাইকে অবজ্ঞা করে, তাদের দেখিয়ে দিতে হবে, বাংলাদেশের জনগণ মুজিববাদী শাসন ও সংবিধানের বিরুদ্ধে আবারও ঐক্যবদ্ধ।’ রাজশাহীর উন্নয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, ‘উন্নয়ন মানে শুধু ঢাকার উন্নয়ন নয়। ক্ষমতা ও উন্নয়নের বিকেন্দ্রীকরণ করতে হবে। এই সংস্কার ও নতুন দেশ গড়ার জন্যই জুলাই পথযাত্রা।’
সীমান্তে ভারতের আগ্রাসন আর মেনে নেবো না
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গ্রেনেড এবং বোমার বিস্ফোরণ ঘটায়। এসব আগ্রাসন আর মেনে নেওয়া যাবে না। সীমান্তে বাহাদুরি হয়েছে, সেই দিন শেষ হয়েছে। এবার আগ্রাসন চালানো হলে এবং আমার ভাইদের হত্যা করা হলে সীমান্তে লংমার্চ ঘোষণা করবো। গত রোববার (৬ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে পথসভায় এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, আসা হয়েছে জুলাই অভ্যুত্থানের বার্তা নিয়ে। যে বার্তা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম ও বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখায়। গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ চেয়েছি, রাষ্ট্রের মৌলিক সংস্কার চেয়েছি, আমরা গণহত্যাকারীদের বিচার চেয়েছি। ২৪-এর গণঅভ্যুত্থানকে কোনোভাবেই বেহাত হতে দেওয়া যাবে না। তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জে কর্মসংস্থানের কোন পরিকল্পনা নেয়নি বিগত কোন সরকার। আম ও রেশম শিল্পের জন্য এই জেলা বিখ্যাত হলেও এর কোন উদ্যোগ নেয়নি। দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষের ওপর দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদী, স্বৈরাচারী আওয়ামী লীগ নির্মম নির্যাতন করেছে। সেই নির্যাতনকে সায় দিয়ে দিল্লির সরকারও সীমান্তে হত্যা চালিয়েছে। বাংলাদেশের মানুষের মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লড়াই চলবে। ভারত আর আঙ্গুল উঁচিয়ে কথা বলতে পারবে না। এসময় উপস্থিত ছিলেন, এনসিপি’র মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাঃ তাসনিম জারা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা সারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) অ্যাড. আলী নাছের খান প্রমুখ। দেশ গড়তে জুলাই পদযাত্রার ৬ষ্ঠ দিনে চাঁপাইনবাবগঞ্জ শহরে এনসিপি পদযাত্রা ও পথসভার আয়োজন করে। এর আগে দুপুর ২টায় জেলা শহরের শান্তি মোড় থেকে পদযাত্রা শুরু করেন এনসিপির নেতাকর্মীরা।